East Bengal : চেন্নাইয়ের বিদেশিকেও নিতে পারে ইস্টবেঙ্গল

ভারতীয় পাশাপাশি বিদেশি ফুটবলার রিক্রুট করানোর ব্যাপারেও সচল ইস্টবেঙ্গল (East Bengal)। ইভান গঞ্জালেজের পর ইন্ডিয়ান সুপার লিগের (ISL) আরও এক পরিচিত বিদেশিকে দল নিতে পারে…

East Bengal

ভারতীয় পাশাপাশি বিদেশি ফুটবলার রিক্রুট করানোর ব্যাপারেও সচল ইস্টবেঙ্গল (East Bengal)। ইভান গঞ্জালেজের পর ইন্ডিয়ান সুপার লিগের (ISL) আরও এক পরিচিত বিদেশিকে দল নিতে পারে বলে অনুমান।

চেন্নাইয়ান এফসির (CFC) এক বিদেশি ফুটবলারের প্রতি লাল হলুদ কর্তাদের আগ্রহ রয়েছে বলে দাবি করা হয়েছে। দক্ষিণ ভারতীয় এক ক্রীড়া সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে এমনটাই দাবি করা হয়েছে। ২০২১-২২ মরশুমে চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি দলে যে বিদেশিরা ছিলেন তাঁদের মধ্যেই কোনো একজনকে দলে নিতে পারে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব।

আরও পড়ুন: East Bengal : মাঝমাঠের আরও এক ফুটবলারের সঙ্গে কথা এগোচ্ছে ইস্টবেঙ্গল

Advertisements

গত মরশুমে চেন্নাইয়ের দলে ছিলেন- স্লাভকো ড্যামজানভিক (ডিফেন্ডার), মিরনাল মুর্জায়েভ (মিডফিল্ডার), ভ্লাদিমির কোমান (মিডফিল্ডার), লুকাজ গিকিউইকজ (ফরোয়ার্ড), নেরিউস ভালস্কিজ (ফরোয়ার্ড)।

এই খবর চাউর হতেই আলোচনা শুরু হয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। কেউ কেউ বলছেন যে কোমানকে দলে নিতে পারলে লাভবান হবে ইস্টবেঙ্গল। কারণ তিনি একাধিক পজিশনে খেলতে পারদর্শী।