East Bengal : অস্ট্রেলিয়ার কোনও তারকা ফুটবলারকে দলে নেওয়া হতে পারে

East Bengal may start practice first week of august

সমস্ত জট কেটে গিয়েছে। কলকাতায় এসে গিয়েছেন ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবের দুই কোচ। অনুশীলনও দ্রুত শুরু হয়ে যাচ্ছে। দরকার শুধু ভালো মানের আরও কয়েকজন ফুটবলার।

Advertisements

আরও পড়ুন: East Bengal থেকে প্রায় আড়াই কোটি টাকা আয় করতে চলেছে এই ভারতীয়

east-bengal-club

আপাতত ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবে বিদেশি ফুটবলার বলতে ইভান গঞ্জালেস। মাঝে অরিদাই ক্যারবেরার নাম শোনা গিয়েছিল। কিন্তু সেটা এখনই নিশ্চিত কি না বলা যাচ্ছে না। ব্রাইটকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছিল দিন কয়েক আগে।

আরও পড়ুন: East Bengal: ইস্টবেঙ্গলে আসছে অস্ট্রেলিয়ার স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশানিং কোচ

Advertisements

East Bengal Club started team building process again

সম্প্রতি শোনা যাচ্ছে নতুন এক জল্পনা। অস্ট্রেলিয়া থেকে এক তারকা ফুটবলারকে নাকি নিয়ে আসতে পারে লাল হলুদ শিবির। যদিও সেই ফুটবলারের নাম কিংবা বর্তমানের ক্লাব বা অন্যান্য বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। শুধু কানাঘুষো, ইস্টবেঙ্গল অস্ট্রেলিয়ার একজন ফুটবলারকে দলে নিতে পারে।

আরও পড়ুন: East Bengal : শুরু হতে চলেছে ক্লাবের অনুশীলন, ফুটবলাররা পাঁচতারা হোটেলে

ইন্ডিয়ান সুপার লিগের সঙ্গে অস্ট্রেলিয়ার এক যোগ রয়েছে। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসরা অস্ট্রেলিয়ার ক্লাবে খেলতেন। ডেভিড অস্ট্রেলিয়ান। আগামী মরসুমের জন্য অস্ট্রেলিয়ার ব্র্যান্ডন হামিলকে দলে নিয়েছে এটিকে মোহন বাগান।