আক্রমণভাগকে মজবুত করতে চাইছে ইস্টবেঙ্গল (East Bengal)। কর্তাদের নজরে রয়েছে একাধিক স্ট্রাইকারের বায়োডাটা। যার মধ্যেই জমাইয়াকার জাতীয় দলে খেলা এক ফুটবলার রয়েছেন। যিনি ইতিপূর্বে খেলেছেন ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাবে।
শোনা যাচ্ছে দেশহর্ন ব্রাউনের নাম। একত্রিশ বছর বয়সী এই স্ট্রাইকার ভারতে খেলেছেন বেঙ্গালুরুর , নর্থ ইস্ট ইউনাইটেডের মতো ক্লাবে। গোলও করেছেন বেশ কিছু। এছাড়াও ওকলাহোমা, লোরকা, ট্যাম্পা বে, রিডিং ইউনাইটেডের মতো দলের খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। ভারতে নর্থ ইস্ট ইউনাইটেডের জার্সিতে নজর কেড়েছিলেন ব্রাউন।
আরও পড়ুন: East Bengal : পারস্যের সর্বোচ্চ গোলদাতাকে দলে চাইছে ইস্টবেঙ্গল
ব্রাউনের কলেজ ফুটবল কেরিয়ার চোখে পড়ার মতো। ২০১০-১১ মরশুমে দাপটের সঙ্গে খেলেছিলেন। ম্যাচের সংখ্যার থেকে গোলের সংখ্যা অনেক বেশি। পরিসংখ্যান অনুযায়ী তেতাল্লিশ ম্যাচে করেছিলেন ৫৩ গোল। সিনিয়র কেরিয়ারেও বজায় রেখেছেন গোল করার অভ্যাস। জামাইকার জাতীয় দলের হয়ে খেলেছেন বেশ কিছু ম্যাচ। দেশের হয়ে ১৪ টি ম্যাচ খেলে করেছেন দু’টি গোল।


