ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব এবং ইমামি গ্রুপের মধ্যে সই হওয়া শুধু সময়ের অপেক্ষা। সম্প্রতি ক্লাবের দেওয়ালে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। সেই সঙ্গে দল গঠন নিয়েও উঠে আসছে নানান জল্পনা। মনে করা হচ্ছে ক্লাবে আগে খেলেছেন এরকম খেলোয়াড়দের সই করানোর ওপর জোর দেওয়া হতে পারে।
সালাম রঞ্জন সিং, কিগান পেরেইরাদের নাম আগেই শোনা গিয়েছিল। এবার সেই তালিকায় জুড়েছে সুরচন্দ্র সিং-এর নাম। সুরচন্দ্র কলকাতার দুই প্রধান- মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ক্লাবে আগে খেলেছেন। বছর আঠাশের এই মিডফিল্ডার ইতিমধ্যে খেলেছেন ভারতের একাধিক ক্লাবে।
২০১৬ সাল থেকে সিনিয়র কেরিয়ার শুরু করেছিলেন সুরচন্দ্র সিং ইতিমধ্যে খেলেছেন ভারতের প্রায় ছয়টি ক্লাবে। যার মধ্যে মোহন, ইস্ট রয়েছে। মাঝমাঠের এই ফুটবলার সতীর্থকে যেমন বল বাড়াতে পারেন, তেমনই গোল করতে পারেন। কলকাতার ক্লাবে খেললেও খুব দাগ কাটতে তিনি পারেননি। মোহনবাগানে ছিলেন ২০১৮ সালে। ইস্টবেঙ্গলে ২০২০-২১ মরসুমে। মোহনবাগানের তুলনায় লাল হলুদ জার্সিতে বেশি সুযোগ পেয়েছিলেন মনিপুরের সুরচন্দ্র।
রিয়াল কাশ্মীরের হয়ে মনে রাখার মতো ফুটবল তিনি খেলেছেন। দু’দফায় তিনি খেলেচঘেন উপত্যকার ক্লাবে। ২০১৮-১৯ মরসুমের পর ২০২১ সালেও তিনি রিয়াল কাশ্মীরে সই করেছিলেন। ইন্ডিয়ান সুপার লিগে তিনি খেলেছেন মুম্বই সিটি এবং ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে।