East Bengal ক্লাবের ইচ্ছা চুরমার করে দিতে পারে ATK Mohun Bagan

ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Club) চোখের সামনে দিয়ে আরও এক ফুটবলার অন্য ক্লাবে যোগ দিতে পারেন। তাও আবার এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan)। সম্প্রতি…

East Bengal ক্লাবের ইচ্ছা চুরমার করে দিতে পারে ATK Mohun Bagan

ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Club) চোখের সামনে দিয়ে আরও এক ফুটবলার অন্য ক্লাবে যোগ দিতে পারেন। তাও আবার এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan)। সম্প্রতি ফুটবল মহলে চলছে এমন জল্পনা।

দল গোছানোর মরশুমে কানাঘুষো ছিল, গোলকিপার পজিশনে বিশাল কাইথকে নিতে ইচ্ছুক ইস্টবেঙ্গল ক্লাব। একই সঙ্গে তাঁকে দলে দেওয়ার প্রতিযোগিতায় নাকি রয়েছে এটিকে মোহন বাগান! সবকিছু ঠিকঠাক থাকলে বিশাল বাগানে যেতে পারেন বলে মনে করা হচ্ছে।

গত মরশুমে গোলরক্ষক সমস্যাতেও ভুগেছিল লাল হলুদ ক্লাব। অভিজ্ঞ অরিন্দম ভট্টাচার্য থাকলেও তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। বেশ কিছু ম্যাচ তাঁকে থাকতে হয়েছিল সাইড লাইনের বাইরে। চোট নিয়েও আশঙ্কা ছিল। 

Advertisements

অন্য দিকে রেকর্ড অর্থের বিনিময়ে অমরিন্দর সিং-কে দলে নিয়েছিল সবুজ মেরুন শিবির। তিনিও তাঁর নামের প্রতি সুবিচার করতে পারেননি বলে অনেকে মনে করেন। অনুমান, তাঁকে রিলিজ করে দিতে পারে ক্লাব। বদলি হিসেবে বিশালকে দলে নেওয়া হতে পারে।