Jordan Elsey: এলসকে রেখেই এগোতে পারে ইস্টবেঙ্গল

Jordan Elsey

Advertisements

নিজেকে মাঠে ফেরাতে বদ্ধপরিকর জর্ডান এলসে (Jordan Elsey)। নিজের মতো করে শুরু করেছেন ট্রেনিং। কিন্তু ইস্টবেঙ্গল (East Bengal) কি তাঁকে ধরে রেখে দল গড়বে? এই প্রশ্নের জবাবে উঠে এসেছে একটি আপডেট।

Jason Cummings: ইনস্টাগ্রামে অন্য ক্লাবের ছবি পোস্ট করলেন কামিন্স

দিন দুই আগেই নিজের প্র্যাকটিসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন জর্ডান এলসে। বল পায়েও শুরু করে দিয়েছেন হালকা অনুশীলন। ২০২৩-২৪ মরসুমের শুরুর দিকে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই ডিফেন্ডার। রক্ষণভাগে নিজের পারফরম্যান্সের জোরেই সমর্থকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।

কিন্তু চোটের কারণে খেলা হয়নি পুরো মরসুম। বস্তুত ইস্টবেঙ্গলের হয়ে মরসুমের শুরুর দিকেই কিছু ম্যাচ খেললেও, সিজনের বেশিরভাগ সময়টা মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। মাঝামাঝি সময়ে এলসের বদলে হিজাজি মাহেরকে দলে নিশ্চিত করেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রত। এলসের জায়গায় মাহের নিজেকে মানিয়ে নিয়েছিলেন দারুণভাবে। পরের মরসুমেও হিজাজি মাহের সম্ভবত লাল হলুদ জার্সি পরেই খেলবেন। তাঁর সঙ্গে স্কোয়াডে আর কোন বিদেশি ডিফেন্ডার থাকবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Advertisements
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by A1 Athletic Performance (@a1_athleticperformance)

কথা রাখল না ক্লাব! CFL শুরু হওয়ার আগে বিস্ফোরক অভিযোগ

এলসে চোট পাওয়ার পর ও হিজাজি ক্লাবে যোগ দেওয়ার আগে ইস্টবেঙ্গলের রক্ষণ সামলেছিলেন হোসে পার্দো। পরের মরসুমে ইস্টবেঙ্গলে বিদেশি সেন্টার ব্যাক জুটিতে কে কে থাকবেন সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এলসের ফিটনেস কেমন থাকে সে ব্যাপারে নজর রাখতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। ফিটনেস দেখার পর নেওয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।