এবারের কলকাতা ফুটবল লিগ (CFL) শুরু হওয়ার আগে বিস্ফোরক অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্যার কথা জানিয়েছেন কলকাতা ফুটবল লিগের সিনিয়র ফুটবলার সুরজিৎ শীল (Surajit Seal)। আগামী দিনে কোন ক্লাবে খেলবেন সেটা এখনও জানেন না সুরজিৎ।
ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের সমস্যার কথা তুলে ধরছেন সুরজিৎ শীল। ফেসবুকে পোস্ট করে তিনি জানিয়েছেন, “আমকে একটা ক্লাব চাকরির প্রতিশ্রুতি দেবে বলে সাইনিং করতে বলেছিল। তারপরে সব কথা ঠিক হয়ে এডভ্যান্স দিয়েছিল।” এরপর সুরজিৎ তাঁর পোস্টে লিখেছেন, “এরপর কিছু নোংরা মানুষ ঢুকে আমার পেমেন্ট জিজ্ঞাসা করে বলে যে এত টাকা আমরা দিতে পারব না।”
Mohun Bagan: মোহনবাগানের এক দিনে ৩ সই
আর্থিকভাবে দুর্বল বাড়ির অনেক ছেলে কলকাতা ফুটবল লিগ খেলেন। টুর্নামেন্ট চলাকালীন এই ক’মাস নিশ্চিত উপার্জনের আশায় কলকাতায় ফুটবল খেলতে আসেন অনেকে। সুরজিৎ ফোনে জানিয়েছেন, “অনেকেই গরীব ঘর থেকে কলকাতা ফুটবল লিগ খেলতে আসে। এরকম ঘটনা সঙ্গে ঘটলে অনেক জুনিয়র ফুটবলারের মনোবল ভেঙে যেতে পারে। জুনিয়র ছেলেরা যাতে সতর্ক হতে পারে সে জন্য এই ফেসবুক পোস্ট করেছি।”
কী সমস্যা হয়েছে সুরজিৎ-এর? ফেসবুক পোস্টে যে কথা লিখেছেন ফোনেও তিনি জানিয়েছেন একই কথা। চাকরির প্রতিশ্রুতি পেয়ে ক্লাবে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু সেটা হয়তো বাস্তবায়ন হচ্ছে না বলে আশঙ্কা কলকাতার ময়দানের অন্যতম অভিজ্ঞ এই ফুটবলারের।
Mohun Bagan: বাগানের রিজার্ভ দলে নতুন কোচ! বাস্তবের কী হবে?
সুরজিৎ জানিয়েছেন, “অন্য ক্লাবের অফার এসেছিল। কিন্তু প্রতিশ্রুতি ছিল বলে কোথাও সই করিনি। এখন কয়েক দিন অপেক্ষা করে দেখি। তারপর সিদ্ধান্ত নেব।”