ভারতের এক জনপ্রিয় ক্লাবের সঙ্গে কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। আগামী দিনে এই কোম্পানিই হয়তো হতে পারে ক্লাবের ইনভেস্টর। সেক্ষেত্রে বসুন্ধরা গ্রুপের আশা ক্রমেই কমছে, এমনটা কানাঘুষো ফুটবল মহলে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন লাল হলুদ কর্তারা। ক্লাবের আগামী দিনের ইনভেস্টর আনার পিছনে তাঁর ভূমিকা থাকতে পারে। ক্লাবের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার কথা বলা হয়েছিল। এ ক্ষেত্রে ভারতের এক জনপ্রিয় এক কোম্পানির সম্ভাবনা প্রবল হচ্ছে।
বসুন্ধরা গ্রুপের আশা যে একেবারেই নেই এমনটাও বলা যাচ্ছে না। বস্তুত এখন নানা জনের নানা মত। মঙ্গলবার সিএবিতে সৌরভ গঙ্গোপাধ্যাযয়ের সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের কথা হয়েছিল বলে জানা গিয়েছিল।
একাংশের অনুমান, বিনিয়োগকারী প্রাপ্তির জন্য সৌরভের কাছে সাহায্য চাইতে পারেন কর্তারা। অতীতে সৌরভের মুখেও ইস্টবেঙ্গলের প্রতি ভালোবাসার কথা শোনা গিয়েছিল। বাংলাদেশেও মহারাজের জনপ্রিয়তা রয়েছে। তাই আগামী দিনে যে দুইয়ে দুইয়ে চার হবে না এমনটা হলফ করে বলা যাচ্ছে না।