
অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। স্টিফেন কনস্টান্টাইন গতকাল কলকাতায় এসেছেন। সকালে এসে বিকেলে ছেলেদের নিয়ে মাঠে নেমে পড়েছিলেন। বিনো জর্জও রয়েছেন।
আরও পড়ুন: Sumeet Passi: কোচের ইচ্ছেয় এই তারকা স্ট্রাইকারকে নিতে পারে ইস্টবেঙ্গল !
কলকাতা ফুটবল লিগ শুরু হয়ে গিয়েছে। সামনে রয়েছে ডুরান্ড কাপ। পূর্ণ প্রস্তুতি ছাড়া দল নামলে ভাল ফল নাও মিলতে পারে। তাই অনুশীলনের পাশাপাশি প্রস্তুতি ম্যাচের ব্যাপারেও ক্লাব ভাবনা চিন্তা করা শুরু করে দিয়েছে।
আরও পড়ুন: Partha Chatterjee : সবই তো চলে যাবে…! এবার TMC বিধায়ক পদ ছাড়ছেন পার্থ
শোনা যাচ্ছে, আগামী দিনে বড় কোনো ক্লাবের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামতে পারে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। মুম্বই সিটি ফুটবল ক্লাবের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামতে পারে লাল হলুদ। নৌহাটির মাঠে হতে পারে খেলা। যদিও সময় বা তারিখ এখনও জানা যায়নি।
আরও পড়ুন: দ্রুত সিএএ লাগু হচ্ছে রাজ্যে, ইঙ্গিত BJP বিধায়কের
কোচ এবং সই, এই দুটি বিষয় চূড়ান্ত হওয়ার পর ঝড়ের গতিতে কাজ শুরু করেছে ইমামি – ইস্টবেঙ্গল। দল গোছানোর বাজারে কোমর বেঁধে নেমেছে তারা। এক সঙ্গে তেরো জন ফুটবলারের সই সংবাদ দেওয়া হয়েছে সম্প্রতি। আগামী দিনে থাকছে আরও চমক। দ্রুত দল সাজিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল।










