প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে শীঘ্রই। ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে কোন কোন বিদেশি বল পায়ে মাঠে নামবেন, সে প্রশ্নের উত্তর হয়তো খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। হয়তো সামনের সপ্তাহেই।
বৃহস্পতিবার থেকে আলোচনায় প্রবেশ করেছে নতুন বিষয়। সকালে এক সংবাদপত্রের প্রতিবেদন জনপ্রিয়তা পেয়েছিল খেলা প্রেমীদের মধ্যে। রিপোর্টে দাবি করা হয়েছিল, ইমামি ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্টানটাইন নিজের পছন্দের বিদেশি ফুটবলারদের নামের তালিকা প্রস্তুত করেছেন। ক্লাব কর্তাদের কাছে কাগজটি পেশ করেছেন। স্টিফেনের পছন্দের তালিকায় নাকি অস্ট্রেলিয়া, স্পেন, সাইপ্রাসের ফুটবলাররা রয়েছেন।
তালিকায় থাকা ফুটবলারদের নাম এখনও জানা যায়নি। আপডেট বা আরও বিস্তারিত জানার জন্য ক্লাব সমর্থকরা মুখিয়ে রয়েছেন। শুক্রবার বিকেল থেকে গুঞ্জন, সামনের সপ্তাহে সাইপ্রাসের ফুটবলার সম্পর্কে আপডেট পাওয়া যেতে পারে।
সাইপ্রাসের সেই ফুটবলারের নামও এখনও জানা যায়নি। এরই মধ্যে ঘানার এক স্ট্রাইকারকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। সেই সঙ্গে জানা গিয়েছে, ১৫ আগস্টের পরে কলকাতা চলে আসতে পারেন স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেস।