East Bengal : ইস্টবেঙ্গলে ফের জোরালো হচ্ছে ম্যানচেস্টার-হাওয়া, আলোচনায় সৌরভ

ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal) ফের জোরালো হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) হওয়া। রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই জল্পনার পালে হওয়া লেগেছে। সেই সঙ্গে উঠে…

ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal) ফের জোরালো হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) হওয়া। রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই জল্পনার পালে হওয়া লেগেছে। সেই সঙ্গে উঠে এসেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নাম। তাঁর ধরেই লাল হলুদ শিবিরে রেড ডেভিলরা আসতে পারে বলে গুঞ্জন।

ইতিমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ইস্টবেঙ্গল ক্লাবে আসতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। সূত্র উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠকে বসেছেন লাল হলুদ কর্তারা। আলোচনা ইতিবাচক হয়েছে বলেও মনে করা হচ্ছে।

   

ফুটবল মহলে জোর গুঞ্জন, ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে ইউনাইটেডের যুক্ত হওয়া শুধু সময়ের অপেক্ষা।

কিছু দিন আগে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছিল, আসন্ন ট্রান্সফার উইন্ডো খোলার আগে ইনভেস্টর বা বিনিয়োগকারীর নাম চূড়ান্ত হতে পারে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম এর আগেও ভেসে উঠেছিল ময়দানে। তখন কলকাতায় বসুন্ধরা গোষ্ঠীকে কেন্দ্র করে জোর চর্চা। মনে করা হয়েছিল মহারাজের হাত ধরে শতাব্দী প্রাচীন ক্লাবের পাশে দাঁড়াতে পারে বাংলাদেশের এই প্রসিদ্ধ কোম্পানি। বর্তমানে সৌরভকে আলোচনা রয়ে গিয়েছে। উল্টো দিকে বসুন্ধরার বদলে ম্যানচেস্টার ইউনাইটেড।