East Bengal: ইভান ভান্সপলের সঙ্গে চুক্তি করে ময়দান কাঁপাল মশালবাহিনী

এক দুই তিন। বহু জল্পনার অবসান ঘটিয়ে ইমামি ইস্টবেঙ্গলে (East Bengal) সই করলেন আইএসএলের তিন তারকা ফুটবলার। হরমনজোত সিং খাবরা, মন্দাররাও দেশাই ও ইভান ভান্সপল।

Edwin Sydney Vanspaul

এক দুই তিন। বহু জল্পনার অবসান ঘটিয়ে ইমামি ইস্টবেঙ্গলে (East Bengal) সই করলেন আইএসএলের তিন তারকা ফুটবলার। হরমনজোত সিং খাবরা, মন্দাররাও দেশাই ও ইভান ভান্সপল। সেইমতো আজ এক সাথে তিন ফুটবলারের নাম সরকারিভাবে ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। তবে এক্ষেত্রে দলের পুরোনো যোদ্ধা তথা বহু যুদ্ধের নায়ক হরমনজোত সিং খাবরা ও মুম্বাই সিটির প্রাক্তন তারকা মন্দাররাও দেশাইয়ের সঙ্গে এক বছরের চুক্তি স্বাক্ষরিত হলেও আসন্ন দুইটি মরশুমের জন্য লাল-হলুদে থাকতে চলেছেন চেন্নাইন এফসির তারকা ফুটবলার ইভান ভান্সপল।

উল্লেখ্য, গত আইএসএল মরশুম শেষ হওয়ার পর থেকেই এই ভারতীয় ফুটবলারের দিকে নজর রাখতে শুরু করেছিল ইমামি ইস্টবেঙ্গলে ব্রিগেড। তারপর গত হিরো সুপার কাপে চেন্নাইন দলের অভিযান শেষ হতেই ছোট্ট একটা অপারেশন সেরে ফেলে ইস্টবেঙ্গল। তখন থেকেই লাল-হলুদে আসার কথা চূড়ান্ত ছিল ইভানের। অবশেষে দলের চুক্তিপত্রে সই করতেই তার নাম ঘোষণা করা হল আজ। যা দেখে খুশি আপামর ইস্টবেঙ্গল সমর্থকরা।

আজ দলের সঙ্গে তিন ফুটবলার যুক্ত হওয়ার পর কোচ কার্লোস কুয়াদ্রাত বলেন, মন্দার যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার। যে একটা সময় দলের হয়ে অধিনায়কত্ব করেছেন। তার যুক্ত হওয়া আমাদের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা ও পালন করবে। তাছাড়া খাবরা ও অনেক অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সে এই ক্লাবের চাহিদা ও সমর্থকদের উন্মাদনা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল।

একটা সময় সে আমার দলের হয়ে অধিনায়কত্ব করেছে। সব ঠিক থাকলে এখানেও সেভাবেই দেখা যেতে পারে। তাছাড়া ইভান ভান্সপলের ও যথেষ্ট দক্ষতা রয়েছে। প্রয়োজনে মাঠের একাধিক পজিশনে খেলতে পারে। সব সময় নিজের সেরাটা তুলে ধরার চেষ্টা করে।