Adipurush: মাওবাদী প্রচণ্ডর হুঙ্কারে ‘আদিপুরুষ’ নিষিদ্ধ নেপালে

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ‘আদিপুরুষ’ (Adipurush) ছবির। ছবি মুক্তির আগে থেকে মুক্তির পর অবধি, বিতর্কের শেষ নেই। নেপালের ভূমিকন্যা সীতা এবং তাঁর জন্মসূত্রের…

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ‘আদিপুরুষ’ (Adipurush) ছবির। ছবি মুক্তির আগে থেকে মুক্তির পর অবধি, বিতর্কের শেষ নেই। নেপালের ভূমিকন্যা সীতা এবং তাঁর জন্মসূত্রের ইতিহাসকে ভারতীয় সিনেমায় বিকৃত করার অভিযোগে নেপালে নিষিদ্ধ আদিপুরুষ। উল্লেখ্য রামায়ণে বর্নিত সীতার জন্মস্থল জনকপুর নেপালের অন্তর্গত।

ভারতের প্রতিবেশি নেপালে চলছে দেশটির মাওবাদী দল সিপিএন(মাওয়েস্ট) নেতৃত্বের সরকার। প্রধানমন্ত্রী পুষ্পকুমার দাহাল (প্রচণ্ড)। তিনি সম্প্রতি ভারত সফর করেছেন। কূটনৈতিক মহলের জল্পনা নেপালের সাথে ক্রমে ঘনিষ্ঠতা বাড়িয়ে তুলছে প্রতিবেশি চিন। এতে চিন্তিত ভারত। বলিউডের ছবি আদিপুরুষ প্রদর্শনে নিষেধাজ্ঞা জারিতে ভারতের প্রতি নেপালের কোনও কূটনৈতিক সংকেত কিনা তাও চর্চিত।

আদিপুরুষ বিতর্কের রেশ ধরে এবার জানা যাচ্ছে নেপালে এখন কোনও ভারতীয় ছবি সেখানে প্রদর্শিত হবেনা। এর ফলে কাঠমাণ্ডু সহ নেপালের মোট ১৭ টি হল থেকে উঠে গিয়েছে ভারতীয় ছবি। নেপাল সরকারের কড়া নির্দেশ, বলিউডের ছবি আদিপুরুষ-এ সীতার জন্মভূমি নিয়ে যে ভুল তথ্য দেওয়া হয়েছে, তা যতদিন না সংশোধন হচ্ছে, ততদিন সমস্ত ভারতীয় সিনামা প্রদর্শন বন্ধ থাকবে।

কাঠমান্ডু,পোখরা সহ বিভিন্ন নেপালি শহরে ভারতীয় ছবির প্রদর্শন বন্ধ। সোমবার সকাল থেকে নেপাল শহরের সমস্ত প্রেক্ষাগৃহে বলিউড ছবির প্রদর্শনে নিষিদ্ধাজ্ঞা জারি হয়েছে। কাঠমান্ডুর প্রশাসক বালেন্দ্র শাহ সমস্ত ভারতীয় ছবিতে নিষেধাজ্ঞা জারি করেন। এই ঘোষণার পরেই পোখরার প্রশাসক ধনরাজ আচার্য তিনটি প্রেক্ষাগৃহে অবিলম্বে ভারতীয় ছবির প্রদর্শন বন্ধের নির্দেশ দেন। এই দুই শহরের হলগুলিতে বলিউড ছবির বদলে তাদের হলিউড এবং নেপালী ছবির নাম যোগ করা হয়েছে।

সংস্কৃতির ওপর ‘আদিপুরুষ’-এর ভুল প্রভাব পড়বে বলে আতঙ্কিত এবং চিন্তিত নেপালের প্রশাসন। নেপালের জাতীয়তা, সাংস্কৃতিক ঐক্য ও জাতীয়তার অপূরণীয় ক্ষতি হবে বলে মনে করছেন তাঁরা। এর ফলে ওম রাউত, প্রভাস-কৃতীর ‘আদিপুরুষ’ ছবির পাশাপাশি অন্যান্য ভারতীয় সিনেমার বাজারও সাময়িকভাবে বড়সড় ধাক্কা খেল।