আসন্ন দুই বছরের জন্য ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। যার হাত ধরে এক সময় তার হাত ধরেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু এফসি। এমনকি সুনীল ছেত্রীদের ফেডারেশন কাপ জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বার্সেলোনার এই যুব দলের তারকা।
এবার তাকে ভরসা করেই সুদিন ফেরাতে চাইছে মশাল বাহিনী। তবে এখানেই শেষ নয়, দলের কোচ চূড়ান্ত করার পাশাপাশি ফুটবলার সই করানোর কাজ ও শুরু করে দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। আসলে নতুন কোচের নাম ঘোষণার বহু আগেই ওডিশা ও চেন্নাইনের একাধিক খেলোয়াড়দের সাথে কথাবার্তা চূড়ান্ত করেছে দল। তবে পুরোনো ক্লাবের সঙ্গে তাদের চুক্তি শেষ না হওয়া পর্যন্ত এখন নাকি তা সরকারিভাবে জানাতে পারছে না ইস্টবেঙ্গল। তবে আগামী কয়েকদিনের মধ্যেই নাকি তা ঘোষণা করা হবে ক্লাবের তরফে।
যাদের মধ্যে দেশীয় ফুটবলার হিসেবে উঠে আসছেন নন্দকুমার শেখর ও বহু যুদ্ধের নায়ক হরমনজোত সিং খাবরার নাম। শোনা গিয়েছে আগামী দুই মরশুমের জন্য নাকি এই দুই তারকা কে দলে আনতে চাইছে ইমামি ইস্টবেঙ্গল শিবির। তবে বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে কিছুটা ধীরে চলো নীতি অনুসরণ করলে ও হায়দরাবাদ এফসির তারকা ফুটবলার সিভেরিওর সাথে কথাবার্তা অনেকদূর এগিয়ে নিয়ে গিয়েছে মশাল বাহিনী। সব ঠিকঠাক থাকলে, আগামী মরশুমে কলকাতার এই প্রধানের হয়ে খেলতেই পারেন তিনি।
তবে সেখানেই শেষ নয়। এবার শোনা যাচ্ছে, নিজেদের দলের পুরোনো সৈনিক কে নাকি ফেরাতে চাইছে লাল-হলুদ শিবির। তিনি ডু-ডঙ হিউন। একটা সময় তার ফ্রিকিক থেকে নাকানিচোবানি খেতে হয়েছে মোহনবাগানকে। এবার নাকি তাকেই ফেরাতে চাইছে লাল-হলুদ। বর্তমানে কোরিয়ান লিগেই খেলছেন এই তারকা ফুটবলার। তবে তার পুরোনো ক্লাবের প্রসঙ্গে তার এজেন্ট ব্যাংকিং জানান, বর্তমানে কোরিয়ান লিগ থেকে আসা যাবে কিনা সেটা জানা নেই। তবে ইস্টবেঙ্গলের তরফ থেকে চুক্তি পত্র পাঠানো হলে ভারতে ফেরার চেষ্টা করবেন এই তারকা ফুটবলার।