Verification in Emails: ইমেলেও ব্লু-টিক, জালিয়াতি রুখতে কড়া গুগল

আধুনিক সমাজে দাঁড়িয়ে আমরা প্রতিটা পদক্ষেপেই প্রযুক্তির সাথে যুক্ত। সাধারণ মানুষের কাছে প্রযুক্তি বর্তমানে হয়ে দাঁড়িয়েছে এক অবিচ্ছেদ্য অঙ্গ। তাই প্রযুক্তি নির্ভর সমাজে আমাদের বড়ো সুবিধা হলো যোগাযোগ মাধ্যম।

Google Implements Blue-Tick Verification in Emails to Combat Fraud and Enhance Security

Verification in Emails: আধুনিক সমাজে দাঁড়িয়ে আমরা প্রতিটা পদক্ষেপেই প্রযুক্তির সাথে যুক্ত। সাধারণ মানুষের কাছে প্রযুক্তি বর্তমানে হয়ে দাঁড়িয়েছে এক অবিচ্ছেদ্য অঙ্গ। তাই প্রযুক্তি নির্ভর সমাজে আমাদের বড়ো সুবিধা হলো যোগাযোগ মাধ্যম।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইন্টারনেট মাধ্যমে বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে মুহূর্তের মধ্যে বিভিন্ন খবর জানা যায়। অন্যদিকে সম্প্রতিক সময়ে বাড়ির ডাক বাক্সের বদলে জায়গা করে নিয়েছে মেল বক্স। তার জন্য অবশ্য আর আলাদা কর জায়গা লাগে না, কারণ আমাদের ফোন থেকে শুরু করে ল্যাপটপ সমস্ত ডিভাইসে ইনবিল্ড থাকে এই মাধ্যম।

অফিসের কাজকর্ম থেকে শুরু করে গুরুত্বপূর্ন এবং প্রয়োজনীয় নথি সমস্ত কিছুই মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে জন্য জায়গাই পাঠানো সম্ভব এই মাধ্যম ব্যাবহার করে। তাছাড়া নিজের ইচ্ছে মতো তথ্য মিটিয়ে ফেলাও যায়। তাই আর বাড়িতে বসে চিঠির অপেক্ষা করতে হয় না। বিশ্বের যেকোনো প্রান্তে মুহূর্তের মধ্যেই পৌঁছে যায় নথি। তবে এবার ইমেল ব্যবহারকারীদের জন্য আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে গুগল।

সম্প্রতি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এবার থেকে অন্যান্য সমস্ত সামাজিক মাধ্যমের মতো ব্লুটিক নেওয়ার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। BIMI অর্থাৎ ব্র্যান্ড ইন্ডিকেটর্স ফর মেসেজ আইডেন্টিফিকেশনের যখন কোনো ব্যক্তি বা সংস্থা আবেদন করবেন তখনই দেওয়া হবে এই ব্লু টিক অপেশেন অর্থাৎ সেই অ্যাকাউন্ট হবে ভেরিফায়েড।

যার ফলে জালিয়াতি অনেকটাই কমবে বলে মনে করছেন তারা। কারণ বর্তমানে ইমেল ঠিকানার মাধ্যমে বিভিন্ন ধরনের জালিয়াতির অভিযোগ প্রকাশ্যে আসছে, তাই এবার এই কড়া পদক্ষেপ গুগুলের।