East Bengal: জাতীয় মহিলা লিগে ফের পরাজয় লাল-হলুদের

East Bengal lost again in the National Women's League

শেষরক্ষা হলনা। আজ জাতীয় মহিলা লিগের ম্যাচে গোল করে ম্যাচের সমতায় ফিরলে ও কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারল না ইস্টবেঙ্গল (East Bengal)। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলে ম্যাচ জিতে নিল স্পোর্টস ওডিশা। তাদের হয়ে দুটি গোল করেন যথাক্রমে রেখা ও ঋতু।

অন্যদিকে লাল-হলুদের হয়ে একটি মাত্র গোল করেন মৌসুমি মুর্মু। তবে আজকের এই পরাজয়ের ফলে বেশ খানিকটা হতাশ সকলে। পরবর্তী ক্ষেত্রে নিজেদের সক্রিয় রাখতে আগামী ১২ মে হোপস ফুটবল ক্লাবের বিরুদ্ধে জয় পেতে হবে লাল-হলুদ শিবির কে।

   

East Bengal: আগামী মরশুমে লাল-হলুদে অনিশ্চিত এই তারকা, কোথায় যেতে পারেন তিনি?

বলাবাহুল্য, গত ম্যাচে মিসাকার বিরুদ্ধে হারা ম্যাচ ড্র করেছিল ইমামি ইস্টবেঙ্গলের মহিলারা। দলের হয়ে গোল করেছিলেন সিঙ্গ। তবে আজ ম্যাচের পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ার লক্ষ্যে নেমেছিল সুজাতা করের মেয়েরা। তবে ওডিশার ফুটবলারদের দাপটের সামনে কিছুটা হলেও দমে যেতে হয়েছিল তাদের। উভয় দলের তুল্যমূল্য লড়াইয়ের দরুন ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না আসলেও দ্বিতীয়ার্ধে ঠিক ৬০ মিনিটের মাথায় স্পোর্টস ওডিশার হয়ে প্রথম গোল তুলে নেন রেখা। যারফলে, ১-০ ব্যবধানে এগিয়ে যায় ওডিশার মেয়েরা।

East Bengal: রহিম আলিকে আনতে এই তারকা ফুটবলারকে ছাড়তে পারে লাল-হলুদ

তারপর থেকেই নিজেদের আক্রমণের তেজ বাড়ায় ইস্টবেঙ্গল ব্রিগেড। এরফলে ম্যাচের ঠিক ৬৩ মিনিটের মাথায় প্রতিপক্ষের কঠিন রক্ষনে ছেদ করে বল জালে জড়িয়ে যান লাল-হলুদের মৌসুমি। এরফলে, ম্যাচের ফলাফল গিয়ে দাঁড়ায় ১-১ গোল। তবে সেখানেই থেকে থাকেনি কোনো দল। বারংবার আক্রমণ শানিয়ে দ্বিতীয় গোল তোলার চেষ্টা করতে থাকে উভয়েই। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের শেষে অতিরিক্ত ৪ মিনিটের মাথায় লাল-হলুদের জমাট রক্ষন কে চূর্ণবিচূর্ণ করে দলের হয়ে দ্বিতীয় গোল করে যান ঋতু। শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচ জেতে ওডিশা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন