East Bengal: অ্যাওয়ে ম্যাচে বদলা, পয়েন্ট টেবিলে লম্বা লাফ লাল-হলুদের

ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজিত হয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। সে ই পরাজয় কিছুতেই মেনে নেওয়া সম্ভব হয়নি…

East Bengal, ISL

ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজিত হয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। সে ই পরাজয় কিছুতেই মেনে নেওয়া সম্ভব হয়নি সমর্থকদের পক্ষে। তখন থেকেই দ্বিতীয় লেগে বদলা নেওয়ার ভাবনা উঠে আসতে থাকে সকলের। সেটাই হলো এবার।

সুপার কাপ জয়ের পর আইএসএলের দ্বিতীয় লেগে খুব একটা ভালো পারফরম্যান্স ছিলনা তাদের। আটকে যেতে হচ্ছিল একের পর এক দলের কাছে। বুধবার কেরালা ব্লাস্টার্সের ঘরের মাঠে বিরাট বড় ব্যবধানে জয় এসেছে লাল-হলুদের। একটা সময় দক্ষিণের এই শক্তিশালী ফুটবল ক্লাবের কাছে পিছিয়ে থাকলেও সময় যত এগিয়েছে ততই আক্রমণ বাড়িয়েছে ইস্টবেঙ্গল।

   

সাউল ক্রেসপোর করা গোলে সমতায় ফেরে কলকাতা ময়দানের এই প্রধান। পরবর্তীতে অর্থাৎ ম্যাচের দ্বিতীয়ার্ধে ও তার পা থেকে এসেছে গোল। শেষের দিকে ভারতীয় উইঙ্গার নাওরেম মহেশ সিংয়ের জোড়া গোলে জয় সুনিশ্চিত করে ফেলে মশাল ব্রিগেড। এই জয়ের দরুণ দশ নম্বর থেকে আইএসএলের পয়েন্ট টেবিলের সাত নম্বরে উঠে এসেছে সৌভিকরা। তাদের থেকে কিছুটা উপরে রয়েছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। বর্তমানে ২০ ম্যাচ খেলে ২২ পয়েন্ট বেঙ্গালুরুর।

অন্যদিকে, ২০ ম্যাচ খেলে ২১ পয়েন্ট লাল-হলুদের। আগামী ম্যাচের উপরেই এবার নির্ভর করছে সমস্ত কিছু। আগামী ৭ এপ্রিল সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে জারাগোজার বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে হবে ক্লেটনদের‌। এই ম্যাচে জয় পেলে প্লে-অফের লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে দল। তাই আগামীর এই ম্যাচ যে উভয়পক্ষের কাছেই ডু অর ডাই হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। ‌