Youth League: মহামেডান বধ করে যুব লীগের অভিযান শুরু করল ইস্টবেঙ্গল

এবারের কলকাতা ফুটবল লিগে অনবদ্য পারফরম্যান্স করেও শেষ রক্ষা করতে পারেনি লাল-হলুদ (East Bengal) ব্রিগেড। শুরু থেকেই অনবদ্য পারফরম্যান্স থাকলেও শেষ পর্যন্ত সুপার সিক্সে মহামেডান…

East Bengal Kicks Off Youth League

এবারের কলকাতা ফুটবল লিগে অনবদ্য পারফরম্যান্স করেও শেষ রক্ষা করতে পারেনি লাল-হলুদ (East Bengal) ব্রিগেড। শুরু থেকেই অনবদ্য পারফরম্যান্স থাকলেও শেষ পর্যন্ত সুপার সিক্সে মহামেডান দলের কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যেতে হয়েছিল তাদের। যা নিয়ে প্রচন্ড হতাশ ছিল সকলেই।

তবে সেই সমস্ত কিছু ভুলে ইয়ুথ ফুটবল লিগের (Youth League) দিকেই বাড়তি নজর দেওয়ার কথা শোনা গিয়েছিল জুনিয়র দলের কোচের তরফ থেকে। সেইমতো বেশ কিছুদিন ধরেই গোটা দল নিয়ে অনুশীলন চালায় ময়দানের এই প্রধান। অবশেষে আজ পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী টুর্নামেন্টের প্রথম ম্যাচে ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল মশাল ব্রিগেড। নির্ধারিত সময়ের শেষে ৩-২ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল ইস্টবেঙ্গল ক্লাব।

দলের হয়ে আজ গোল করেন যথাক্রমে আশীষ, অজয়, গুনরাজ। অন্যদিকে, সাদা-কালো দলের জার্সিতে গোল করেন শুভ্রজিৎ,ও অতনু। প্রথমার্ধে খেলার ফলাফল ২-২ গোল থাকলেও দ্বিতীয়ার্ধে অনবদ্য পারফরম্যান্স করে লাল-হলুদ। যার সুবাদে এবারের এই ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় ছিনিয়ে নেয় মশাল ব্রিগেড। আগামী ১৬ তারিখ ময়দানের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস দলের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। তার আগে আজকের এই জয় যথেষ্ট আত্মবিশ্বাস জোগাবে দলের ছেলেদের। তবে সেই ম্যাচ মোহনবাগানের ঘরের মাঠে থাকায় কিছুটা হলেও চাপ থাকবে বিনো জর্জের ছেলেদের।

উল্লেখ্য, এই ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমনাত্মক থেকেছে দুই প্রধান। যারফলে, প্রথমার্ধেই চারটি গোলের দেখা মিলেছে। পরবর্তীতে ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষেরদিকে পেনাল্টি থেকে গোল করে লাল-হলুদকে এগিয়ে দেন গুনরাজ। সেই ব্যবধানেই আসে জয়।