মিনি ডার্বিতে এবার নন্দকুমার, দেখে নিন দুই প্রধানের একাদশ

কিছুক্ষণের মধ্যেই প্রিমিয়ার ডিভিশন লিগের সুপার সিক্সের লড়াই শুরু করছে লাল-হলুদ (East Bengal) ব্রিগেড। যেখানে প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কলকাতার আরেক প্রধান তথা…

Nandakumar Shekhar

কিছুক্ষণের মধ্যেই প্রিমিয়ার ডিভিশন লিগের সুপার সিক্সের লড়াই শুরু করছে লাল-হলুদ (East Bengal) ব্রিগেড। যেখানে প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কলকাতার আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব। অর্থাৎ ফের মিনি ডার্বির সাক্ষী থাকতে চলেছে কলকাতা ময়দান। উল্লেখ্য, গত ১৭ তারিখ থেকে সুপার সিক্সের লড়াই শুরু করেছে ময়দানের সাদা-কালো ব্রিগেড। যেখানে প্রথম ম্যাচেই খিদিরপুর ফুটবল ক্লাবকে ৫ গোলের ব্যবধানে হারায় ব্ল্যাক প্যান্থার্সরা।

Advertisements

যারফলে, টুর্নামেন্টের এই পর্যায়ে এসেও যথেষ্ট ছন্দে রয়েছে গতবারের বিজয়ীরা। অন্যদিকে, কলকাতা লিগে এখনো পর্যন্ত অপরাজিত বিনো জর্জের লাল-হলুদ। তাই অন্যান্য ম্যাচ গুলির মতো আজকের এই সুপার সিক্সের প্রথম ম্যাচে ও জয় পাওয়ার লক্ষ্য থাকবে তাদের।

   

এক নজরে দেখে নেওয়া যাক দুই প্রধানের একাদশ। অন্যান্য ম্যাচ গুলির মতো আজও লাল-হলুদ দলের তিন কাঠি সামাল দেবেন কমলজীত সিং। বলাবাহুল্য, আজ অতুল উন্নিকৃষ্ণনের নেতৃত্বে মাঠে লড়াই করবে গোটা দল। সেইমতো দল সাজিয়েছেন বিনো জর্জ। যেখানে সুযোগ পেয়েছেন সিনিয়র তারকা নন্দকুমার শেখরের মতো সিনিয়র তারকা। পাশাপাশি দলে রয়েছেন মহিতোষ রায়, মহম্মদ রাওকিপ, আদিল, নিরঞ্জন মন্ডল, মোবাশির রহমান, সিডনি ভান্সপল, ভিপি সুহের ও অভিষেক কুঞ্জম।

Advertisements

অন্যদিকে মহামেডান দলের তিন কাঠি সামাল দিচ্ছেন পদম। এছাড়াও বাকিরা হলেন, জুডিকা, ইরশাদ, দিপু হালদার, আদিঙ্গ, তন্ময়, আঙ্গুসানা, স্যামুয়েল, লালরিমসাঙ্গা, ডেভিড ও বিকাশ। মূলত এদের উপর ভরসা রেখেই লাল-হলুদ বধ করতে চান সাদা-কালো কোচ।