গত মরশুমে রাজস্থান ইউনাইটেডে খেলা ২৪ বছর বয়সী ভারতীয় লেফট উইংগার আলোসিওস এম’কে (Alocious M ) দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল। এমনটাই শোনা যাচ্ছে। এর আগে ক্যালকাটা কাস্টমস,কেরালা ইউনাইটেডের মতো ক্লাবে খেলেছিলেন তিনি।
আরও পড়ুন:East Bengal : রেকর্ড অর্থে ফুটবলার সই করানোর পথে ইস্টবেঙ্গল
এদিকে, এইমুহুর্তে জোরকদমে দল গোছানোর কাজ সারছে ইস্টবেঙ্গল। একদিকে যেমন ফুটবলার বাছাই করার দিকে জোর দিচ্ছে ক্লাব, ঠিক তেমনই উল্টোদিকে পরিকাঠামো ঢেলে সাজানোর দিকে নজর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: Aniket Yadav: ইস্টবেঙ্গলে সই করতে কলকাতায় এলেন এই তারকা ভারতীয় ফুটবলার
ইতিমধ্যে শহরে হাজির হয়েছে ইস্টবেঙ্গলের এই মরশুমে ডুরান্ড কাপ এবং কলকাতা লীগের কোচ বিনো জর্জ,শহরে আসছে গত মরশুমে প্রিকন্ট্রাক্টে থাকা ফুটবলার’রা।আর হাতে গোনা কয়েক দিন বাদেই ডুরান্ড কাপ,তাই এখন খুব বিশেষ একটা ভাবনা চিন্তা করার সময় নেই ক্লাবের হাতে।শোনা যাচ্ছে আইএসএলে আগে প্রাক মরশুম প্রস্তুতি সারতে ইস্টবেঙ্গল মালেয়শিয়া ট্যুরে যেতে পারে, তবে গোটা বিষয়টি বর্তমানে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।
আরও পড়ুন: Emami-East Bengal: মালেয়শিয়ায় প্রি-সিজেন সারতে পারে ইমামি-ইস্টবেঙ্গল
এদিকে,ইস্টবেঙ্গলে সই করতে রোবরাতে কলকাতায় এসে হাজির হলেন ভারতীয় উইংগার অনিকেত যাদব।অনিকেত’কে দলে নিতে ট্রান্সফার ফি দিচ্ছে ইস্টবেঙ্গল তার বর্তমান ক্লাব হায়দ্রাবাদ এফসি’কে।দুই ক্লাবের মধ্যে এবিষয়ে মৌখিক কথাবার্তা বলা আগেই হয়ে গেছে।আপাতত শুধুমাত্র কাগজপত্রের কাজ বাকী আছে শুধু।আজকেই তার মেডিক্যাল হওয়ার কথা।