East Bengal: ডেভিডের সঙ্গে কথাবার্তা এগোচ্ছে মশাল বাহিনীর

এবারের কলকাতা লিগে শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স করেছেন মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) দলের তরুণ তারকা ডেভিড লালাসাঙ্গা (David Lalhlansanga)। গোটা টুর্নামেন্ট জুড়ে বল পায়ে করেছেন…

david lalhlansanga

এবারের কলকাতা লিগে শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স করেছেন মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) দলের তরুণ তারকা ডেভিড লালাসাঙ্গা (David Lalhlansanga)। গোটা টুর্নামেন্ট জুড়ে বল পায়ে করেছেন প্রায় ২৩টি গোল। বলা যায় যা সর্বাধিক। তবে সেখানেই শেষ নয়। ময়দানের এই ঘরোয়া টুর্নামেন্টের পাশাপাশি ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে ও সর্বোচ্চ গোলদাতা থেকেছেন এই ফুটবলার।

মহামেডানের পক্ষে এবারের ডুরান্ড জেতা সম্ভব না হলেও অনবদ্য পারফরম্যান্স করে দুই প্রধানের সামনে থেকে কলকাতা ফুটবল লিগ ছিনিয়ে নিতে সক্ষম থেকেছে। যার মূলে এই তরুণ তারকা। বলাবাহুল্য, কলকাতা লিগে তাদের চূড়ান্ত সাফল্য নিশ্চিত হওয়ার পর থেকেই তারপর থেকে একের পর এক ফুটবল ক্লাবের নজর এসে পড়েছে মহামেডানের এই তরুণ ফুটবলারের দিকে। যার মধ্যে রয়েছে পড়শি ক্লাব ইমামি ইস্টবেঙ্গল। এছাড়াও তাকে পেতে রয়েছে আইএসএল চ্যাম্পিয়ন দল হায়দরাবাদ এফসি।

   

David Lalhlansanga

তবে নিজের দলের তরুণ প্রতিভাকে এত সহজে ছাড়তে নারাজ মহামেডান। আগামী, জানুয়ারি পর্যন্ত এই তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি থাকলেও আগে ভাগেই তার সঙ্গে চুক্তি বাড়িয়ে নিতে চাওয়া হয় তাদের ম্যানেজমেন্টের তরফ থেকে। তবে সাদা-কালো ব্রিগেডের প্রস্তাব খুব একটা পছন্দ হয়নি ডেভিডের। সেই কারনে আইএসএল খেলার উদ্দেশ্যে নয়া ক্লাব গুলির প্রস্তাবের দিকেই নজর রাখতে থাকেন তিনি। এখনো পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত না হলেও শোনা যাচ্ছে, এই তরুণ প্রতিভাকে দলে টানার ক্ষেত্রে এগিয়ে রয়েছে পড়শি ক্লাব ইমামি ইস্টবেঙ্গল।

বিশেষ সূত্র মারফত খবর, ডেভিডকে দলে টানার ক্ষেত্রে তার এজেন্টের সঙ্গে নাকি নিয়মিত যোগাযোগ রাখছে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এমনকি এটাও জানা গিয়েছে যে লাল-হলুদের হয়ে খেলতে নাকি খুব একটা আপত্তি নেই এই তারকা ফুটবলারের। তাই সব ঠিকঠাক থাকলে আসন্ন উইন্ডোতে দলে দেখা যেতে পারে এই ফুটবলারকে।