Weather: দুর্গাপুজোয় বৃষ্টি নিয়ে হাওয়া মোরগ যা জানাল

Weather: চারিদিকে পুজো পুজো গন্ধ। আগামীকাল অর্থাৎ শনিবার মহালয়া। মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই দুর্গাপুজো। বেশ কিছুদিন ধরেই ঝড়-বৃষ্টির তাণ্ডব দেখেছে গোটা বাংলা। তবে আপাতত আবহাওয়া…

Weather: চারিদিকে পুজো পুজো গন্ধ। আগামীকাল অর্থাৎ শনিবার মহালয়া। মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই দুর্গাপুজো। বেশ কিছুদিন ধরেই ঝড়-বৃষ্টির তাণ্ডব দেখেছে গোটা বাংলা। তবে আপাতত আবহাওয়া শান্ত। দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ। তবে উত্তরবঙ্গের আকাশ রোজই মেঘলা। রাতের দিকে বৃষ্টিও হচ্ছে কিছু জেলায়।

তবে পুজোর আগে কি ফের ধেয়ে আসতে চলেছে বৃষ্টি? এই প্রশ্নই ঘুরছে সকলের মনে। উত্তরবঙ্গ মেঘের আড়ালে থাকলেও পরিষ্কার আকাশ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গে।

আগামীকাল অর্থাৎ মহালয়ার দিনও দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকবে আবহাওয়া। গত দু-তিন দিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। তবে কিছুটা বাড়বে তাপমাত্রার পারদ। অন্যদিকে আবার উত্তরবঙ্গে হালকা বৃষ্টির দেখা মিলবে। ওদিকে ১০ থেকে ১৬ তারিখ অবধি কলকাতায় বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। সমুদ্র উপকূলের সব জেলায় সামান্য মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

মহালয়ার দিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে মিলবে না বৃষ্টির দেখা। তাই খানিকটা গরম সহ্য করেই দক্ষিণবঙ্গবাসীকে সকালে ঠাকুর দেখতে বেরোতে হবে।

অন্যদিকে আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টি জারি থাকবে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। আজ অর্থাৎ শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেগুলি হল, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলা।