দলবদলের বাজারে সাড়া ফেলে দিতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)। ইন্ডিয়ান সুপার লিগে ভালো খেলেছেন এমন কাউকে দল টার্গেট করেছে বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, ইন্ডিয়ান সুপার লিগের এক তরুণ তুর্কিকে দলে নিতে চাইছেন লাল হলুদ কর্তারা। এবারে শেষ হওয়া লিগে উদীয়মান এই তারকা ফুটবল মহলের নজর কেড়েছিলেন। মনে করা হচ্ছে এই ফুটবলারের সঙ্গে ইস্টবেঙ্গল কর্তারা কথা শুরু করেছেন। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও জানা না গেলেও কথাবার্তা চলছে বলে খবর।
ইতপূর্বে জানা গিয়েছিল, ট্রান্সফার ব্যান তোলার জন্য দ্রুত সিদ্ধান্তে আসতে চাইছেন লাল হলুদ কর্তারা। সূত্রের খবর, খবর কিছু দিন আগে বৈঠকে বসেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। সেখানে ক্লাবে খেলে যাওয়া ফুটবলারদের বকেয়া বেতন প্রসঙ্গে আলোচনা হয়েছে। কাগজপত্র জোগাড় করার কাজ ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে।
কেভিন লোবো, রিনো অ্যান্টো, সিকে বিনীত, কিগান পেরেরা, গিরিক খোসলা, অনিল চৌহান এবং ইউজেনসন লিংডো কলকাতার জায়ান্ট ক্লাবটির বিরুদ্ধে টাকা না মেটানোর অভিযোগ জানিয়েছে কমিটিতে। জানা গিয়েছে, লোবোর ৪১ লক্ষ টাকা, অ্যান্টোর ২৬ লক্ষ, বিনীত ও লিংডোর ২১ লক্ষ, পেরেরার ১৬.৮০ লক্ষ, চৌহানের ১০.২৮ লক্ষ এবং খোসলা ৬.৩০ লক্ষ টাকা পাবেন।