East Bengal : গোয়ার এই মিডফিল্ডারের সঙ্গেও কথা শুরু করেছে ইস্টবেঙ্গল

রক্ষণভাগে একাধিক ফুটবলার নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। আক্রমণভাগ এবং মাঝমাঠকেও মজবুত করতে চাইছেন লাল হলুদ কর্তারা। মনে করা হচ্ছে গোয়ার এক তরুণ মিডফিল্ডারের সঙ্গে…

রক্ষণভাগে একাধিক ফুটবলার নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। আক্রমণভাগ এবং মাঝমাঠকেও মজবুত করতে চাইছেন লাল হলুদ কর্তারা। মনে করা হচ্ছে গোয়ার এক তরুণ মিডফিল্ডারের সঙ্গে কথা শুরু করেছে ক্লাব।

Advertisements

আরও পড়ুন: East Bengal : বেঙ্গালুরুর ফরোয়ার্ডকে নিতে ইচ্ছুক লাল-হলুদ

   

শোনা যাচ্ছে প্রিন্সটন রেবেল্লোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। গোয়ার এই ফুটবলারের বয়স মাত্র ২৩। মাঝমাঠের ফুটবলার। সিনিয়র কেরিয়ার দীর্ঘ না হলেও যুব কেরিয়ার অনেকের থেকে আলাদা। আরও কম বয়সে কুইন্স পার্ক রেঞ্জার্সের যুব দলেও তিনি ছিলেন।

সিনিয়র কেরিয়ারের বেশিরভাগ সময় কেটেছে গোয়ায়। লোনে কিছু ম্যাচ খেলেছিলেন ইন্ডিয়ান অ্যারোজের হয়ে। ভারতের অনূর্ধ্ব কুড়ি জাতীয় দলেও খেলেছেন একাধিক ম্যাচ।

আরও পড়ুন: East Bengal : ব্রাজিলের তারকা ফুটবলারকে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল

কেরিয়ার বা বায়োডাটা চোখ ধাঁধানো না হলেও এই গোয়ানিজ তরুণের ফুটবল স্কিল অনেকের চোখে পড়েছে। প্রতিশ্রুতিবান ফুটবলার। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের যা সম্ভাব্য দল তাতে মাঝমাঠে কম বয়সী ফুটবলারের সংখ্যাই বেশি।