East Bengal: ISL জিততে না পারলেও রেকর্ড বুকে ইস্টবেঙ্গলের একটি ম্যাচ

গত মরসুমে ট্রফি খরা কাটিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। জিতেছিল কলিঙ্গ সুপার কাপ। দাগ কাটতে পারেনি ইন্ডিয়ান সুপার লিগ ক্রম তালিকায়। কিন্তু ইস্টবেঙ্গলের একটি ম্যাচ উঠে…

east bengal huge win against nufc in isl

গত মরসুমে ট্রফি খরা কাটিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। জিতেছিল কলিঙ্গ সুপার কাপ। দাগ কাটতে পারেনি ইন্ডিয়ান সুপার লিগ ক্রম তালিকায়। কিন্তু ইস্টবেঙ্গলের একটি ম্যাচ উঠে এসেছে রেকর্ড বুকে। সবথেকে বড় ব্যবধানে ম্যাচ জেতার নিরিখে নজির গড়েছিল লাল হলুদ ব্রিগেড।

Des Buckingham নিচ্ছেন ওয়েলস দলের দায়িত্ব? জানুন সত্যিটা

   

সুপার কাপ জেতার পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের শেষ ছয়ে যাওয়ার দৌড়ে ছিল ইস্টবেঙ্গল। তবে ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি দল। শেষ পর্যন্ত প্লে অফে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি দল। ইস্টবেঙ্গল ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে না পারলেও বড় ব্যবধানে ম্যাচ জয়ের নজির রয়েছে দলের।

ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল ওয়েব সাইটে তুলে ধরা হয়েছে গত মরসুমে সবথেকে বড় মার্জিনে ম্যাচ জয়ের কিছু উদাহরণ। সবার আগে রয়েছে ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচের উল্লেখ। নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ৫-০ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল।

ডিসেম্বরে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে ৫-০ গোলে হারিয়ে আইএসএলের সবচেয়ে বড় জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল এফসি। ক্লেইটন সিলভা ও নন্দকুমার শেখর দু’টি করে গোল করেন। কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা এদিন ফর্মে ছিল। ১৭টির মধ্যে ১০টি শট টার্গেটে রেখেছিল ইস্টবেঙ্গল। পরিসংখ্যান অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে বলের দখল ছিল ইস্টবেঙ্গল ফুটবলারদের পায়ে।

CFL 2024: জোরালো শটে বিশ্বমানের গোল করলেন তরুণ বঙ্গতনয়

১৪ মিনিটে বক্সের বাইরে থেকে বোরহা হেরেরার বাঁ পায়ের কার্লারে ডেডলক ভাঙে ইস্টবেঙ্গল এফসি। অধিনায়ক সিলভার দুর্দান্ত হেডে গোল করে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধেও মশাল বাহিনীর আক্রমণ বজায় থাকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আরও একটি গোল যোগ করেন এবং সুপার-সাব নন্দকুমার শেখর দু’টি গোল করে একটি দলের হয়ে জয় নিশ্চিত করেন।