মুম্বই: যত দিন যাচ্ছে বিগ বস ওটিটি ৩ (Big Boss OTT 3) আরও বেশি মজাদার হচ্ছে। নতুন একটা প্রমোতে আবারও আরমান মল্লিক (Armaan Malik) ও বিশাল পান্ডেকে (Vishal Pandey) কৃতিকা মল্লিকের (Kritika Mallik) জন্য লড়তে দেখা গেল। কিন্তু এইবার আরমান মল্লিক বিশালের গায়ে হাত তুলে তার লিমিট ক্রস করে ফেললেন । সেই ভিডিও টি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে । সেই ভিডিও দেখার পরে বেশির ভাগ সবাই বিশালের হয়ে বলেছেন এবং অনেকেই আরমান মল্লিক কে বিগ বস ওটিটি ৩ থেকে বের করে দেওয়ার মন্তব্য করেছেন।
ভিডিওতে আরমান (Big Boss OTT 3) ঘরের ভিতর ঢোকেন এবং এবং বিশালকে (Vishal Pandey) বসে জিজ্ঞাসা করেন যে কৃতিকার বিষয়ে বিশাল যে মন্তব্য করেছিলেন সেটা নিয়ে তিনি কিছু বলবেন কি না। এর উত্তরে বিশাল বলেছিলেন যে ” আমি শুধু বলেছিলাম যে আমার ভাল লাগে”। এই কথাটা আরমান মল্লিক সহ্য করতে না পেরে তার গায়ে হাত তোলেন।
বিপুল জনপ্রিয়তা পেল তৃপ্তি দিমরির সঙ্গে ভিকি কৌশলের রসায়ন, রেকর্ড গড়ল গান
সেই ভিডিওটি জিও সিনেমা নিজের ইন্সটাগ্রামে শেয়ার করে এবং ক্যাপশনে লেখে “আরমান এবং বিশালের মধ্যে হল লড়াই, ফলে ঘরের রুল ব্রেক হয়েছে! কি হবে এর পরিণাম?” এরমধ্যেই আরমানের প্রথম স্ত্রী পায়েল মালিক এসেছিলেন। তিনি বিশালকে কৃতিকা মল্লিক সম্পর্কে মন্তব্য করার জন্য বললেন যে “তুমি একটা মা এবং স্ত্রীর কথা বলছো, আর তোমার উচিত সম্মান করা। কৃতিকার সম্পর্কে তোমার এরকম কমেন্ট করা ভুল হয়েছে।”