গত ম্যাচে শক্তিশালী মুম্বই সিটি এফসির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ থেকে এক পয়েন্ট তুলে এনেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। এবার সেই ধারাই বজায় থাকল ওডিশা (Odisha FC) ম্যাচে। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ নিজেদের ঘরের মাঠে সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশা এফসির মুখোমুখি হয়েছিল কুয়াদ্রাতের ইমামি ইস্টবেঙ্গল। নির্ধারিত সময়ের শেষে এবার ও গোলশূন্যভাবে শেষ হল ম্যাচ। যার দরুণ দশ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাত নম্বরে থাকল কলকাতার এই প্রধান। অন্যদিকে, দশ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে আইএসএল পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে নিজেদের ধরে রাখল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। তবে এই ম্যাচ থেকে এক পয়েন্ট আসলেও তা নিয়ে খুব একটা খুশি নয় লাল-হলুদ জনতা।
আরও পড়ুন: Mohun Bagan Secretary: নাম না-করে পড়শিদের নিয়ে কী বললেন দেবাশিস দত্ত?
FT| The boys tried their best, but #EBFCOFC ends in a stalemate.😤
Thank you for the amazing support, #AmagoFans! We’ll return stronger next year! 💪#JoyEastBengal #EastBengalFC #ISL10 pic.twitter.com/uU7ese9LjS
— East Bengal FC (@eastbengal_fc) December 22, 2023
আসলে, আজ ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম শক্তিশালী ফুটবল দল তথা ওডিশার মুখোমুখি হলেও অনবদ্য পারফরম্যান্স করে মশাল ব্রিগেড। গত ম্যাচের মত এবার ও বজায় থাকে তাদের দলের অনবদ্য ডিফেন্স। যার দরুণ বেগ পেতে যথেষ্ট সময় লাগে ওডিশা ফুটবল দলকে। তবে শুধু রক্ষনভাগ নয়, আজ গোটা ম্যাচ জুড়ে ঝাঁঝালো আক্রমণের ও সাক্ষী থাকে সমর্থকরা।
যার দরুণ একটা সময় যথেষ্ট চাপে পড়ে যায় প্রতিপক্ষ ফুটবল দল। এমনকি লাল-হলুদ ফুটবলারদের থামাতে গিয়ে একটা সময় পেনাল্টি পাওয়ার মতো পরিস্থিতি ও দেখা দেয় ময়দানের এই প্রধানের। কিন্তু তাতে খুব একটা সাড়া দেননি ম্যাচ রেফারি। যা নিয়ে হতাশ হতে হয় দলের ফুটবলারদের। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ও একইভাবে গোলের সুযোগ তৈরি করে মশাল ব্রিগেড।
যার দরুণ আরও কয়েকবার পেনাল্টির দাবি উঠে আসতে থাকে ইস্টবেঙ্গল দলের তরফ থেকে। কিন্তু তা ও খুব একটা কাজে আসেনি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।