Bangladesh: বিপুল ভারতীয় টাকা-আগ্নেয়াস্ত্র উদ্ধার বাংলাদেশে, পশ্চিমবঙ্গ থেকেই চোরাচালান

ঢাকা: লক্ষ লক্ষ ভারতীয় টাকা ও বড়সড় আগ্নেয়াস্ত্র চোরাচালান ধরা পড়েছে (Bangladesh) বাংলাদেশে। সীমান্তরক্ষী বাহিনী (BGB) বিজিবির অভিযোগ, ভারত থেকে আনা টাকা ও আগ্নেয়াস্ত্র ছড়িয়ে…

ঢাকা: লক্ষ লক্ষ ভারতীয় টাকা ও বড়সড় আগ্নেয়াস্ত্র চোরাচালান ধরা পড়েছে (Bangladesh) বাংলাদেশে। সীমান্তরক্ষী বাহিনী (BGB) বিজিবির অভিযোগ, ভারত থেকে আনা টাকা ও আগ্নেয়াস্ত্র ছড়িয়ে জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে। সীমান্তের ওপারে ভারতের বিএসএফ (BSF) বাহিনীকেও সব তথ্য পাঠানো হয়েছে। বাংলাদেশে নির্বাচন ৭ জানুয়ারি। তার আগে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ হয়ে আগ্নেয়াস্ত্র পাচার চলছিল। এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম রুমি বেগম।

বাংলাদেশ বর্ডার গার্ড জানিয়েছে, সীমান্তের ওপারে  পশ্চিমবঙ্গের মালদা-মুর্শিদাবাদ থেকে চোরাচালানের এলাকা হলো রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ এলাকা। ভারত লাগোয়া সোনা মসজিদ ও চকপাড়া সীমান্ত থেকে ০৭টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন, ২৯৩ রাউন্ড গুলি এবং ৩৫ বোতল ফেন্সিডিলের চোরাচালান ধরা পড়েছে। বিজিবির তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) জানিয়েছে  আরও একটি অভিযানে হাতিবান্ধা উপজেলার সীমান্তবর্তী সিংগীমারী এলাকায একুশ লক্ষের বেশি ভারতীয় টাকা বাজেয়াপ্ত করা হয়।

বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তারা জানান, শিবগঞ্জ সীমান্ত দিয়েই প্রধানত ভারত থেকে অবৈধ অস্ত্র আসে। পদ্মা নদীর অপর দিকে ভারত। সেখানে একাধিক অস্ত্র ব্যবসায়ী আছে যারা বাংলাদেশে অস্ত্র পাঠায়। ভারতের বিহার রাজ্যের মু়ঙ্গের থেকে পশ্চিমবঙ্গ হয়ে  বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচার করা হয়। এসব অস্ত্র বাহকদের বেশিরভাগই স্থানীয় সাধারণ মানুষ। ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে আগ্নেয়াস্ত্রের চালান চলছিল।

বিজিবি জানাচ্ছে, গত ১১ মাসে ২০টি আগ্নেয়াস্ত্র ও ২৩৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে ৯ জনকে। বুধবার রাতে ৬টি বিদেশি পিস্তল, ১২টি ম্যাগাজিন, ২৩৬ রাউন্ড পিস্তলের গুলি এবং ৫১ রাউন্ড মেশিনগানের গুলি উদ্ধার করা হয়েছে।