Aniket Yadav: অনিকেতকে দলে নিতে মোটা অংকের ট্রান্সফার ফি দিতে হচ্ছে ইস্টবেঙ্গলকে

Aniket Yadav

একাধিক বছরের জন্য অনিকেত যাদবকে (Aniket Yadav) দলে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)৷ এমনটাই জানা যাচ্ছে।তবে তাকে পেতে ইস্টবেঙ্গল’কে প্রায় ১০ লাখ টাকা ট্রান্সফার ফি হিসেবে দিতে হচ্ছে তার প্রাক্তন ক্লাব হায়দ্রাবাদ এফসি’কে।

Advertisements

আরও পড়ুন: East Bengal : দু’বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে ফিরতে পারেন জবি জাস্টিন

২০২৪ সাল অবধি হায়দ্রাবাদ এফসি’র সাথে চুক্তিবদ্ধ অনিকেত। ইমামি ইস্টবেঙ্গলের তরফে দায়িত্বে থাকা রিক্রুটাররা তার এই ট্রান্সফার ফি দিতে রাজী হয়েছে।এর পরপরই কলকাতায় হাজির হয়েছেন তিনি।

Advertisements

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিস্ফোরক তথ্য অমিতের হাতে দিলেন শুভেন্দু

মহারাষ্ট্রের এই ফুটবলার কোলহাপুরের এ আইএফএফের অ্যাকাডেমির ফুটবলার ছিলেন। পরবর্তী সময়ে খেলেছিলেন ইন্ডিয়ান অ্যারোজ, চেন্নাই সিটিতে, তিন মাস ব্ল‍্যাকবার্ন রোভার্সের অ্যাকাডেমিতেও কাটিয়েছেন তিনি। গত মরশুমে হায়দ্রাবাদে খেলেছিলেন এই ফুটবলার। নতুন দলে তিনি কতোটা কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারেন,এখন সেটাই দেখার বিষয় হতে চলেছে।