HomeSports NewsEast Bengal: এলিয়ান্দ্রোর বিকল্প পেয়ে গিয়েছে ইস্টবেঙ্গল

East Bengal: এলিয়ান্দ্রোর বিকল্প পেয়ে গিয়েছে ইস্টবেঙ্গল

- Advertisement -

এলিয়ান্দ্রো ডস স্যান্টোসের (Eleandro) বিকল্প পেয়ে গিয়েছে ইস্টবেঙ্গল এফসি। চোট আঘাতে জর্জরিত এলিয়ান্দ্রো কখনই লাল-হলুদ (East Bengal ) শিবিরিকে ভরসা জোগাতে পারেনি।

এই কারণে আইএসএলে প্রথম একাদশে কখনই জায়গা পায়নি এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নেমেও আহামরি পারফরম্যান্সের ধারে কাছে পৌছতে পারেনি ৩২ বছরে এই স্ট্রাইকার। জানুয়ারিতে ফিফা উইন্ডো খুলছে।

   

ইতিমধ্যে ইস্টবেঙ্গল এফসি স্ট্রাইকার এলিয়ান্দ্রোর বিকল্প খুঁজে পেয়েছে এমনটাই খবর।তবে এখনই বিকল্প স্ট্রাইকারের নাম জানাবে না লাল হলুদ শিবির,নিয়মের জাঁতাকলে জড়ানোর জন্যে।তাই জানুয়ারির ফিফা উইন্ডো খোলা না পর্যন্ত অপেক্ষা করতে হবে লাল হলুদ ভক্তদের।আর এই সময়ে এলিয়ান্দ্রো ইস্টবেঙ্গল দলের সফর সঙ্গী হয়ে ঘুরে বেড়াবে দলের সঙ্গে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular