East Bengal: ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দারুণ জয় পেল টিম লাল-হলুদ

146
East Bengal got a great win against Kerala Blasters
প্রতিক ছবি
Advertisements

শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে চলতি ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের ১৬ নম্বর ম‍্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। আজ বেশ অন‍্য মাত্রায় ফুটবল খেলেছে গোটা দলটাই। ম‍্যাচ লাল হলুদের আক্রমণ ঝাঁঝ একেবারেই আলাদা মাত্রায় ছিলো। ম‍্যাচের প্রথমার্ধে প্রচুর পরিমাণে আক্রমণ করেছিলো ইস্টবেঙ্গল। আক্রমণ যেমন ঝড়ঝড়ে ছিলো,রক্ষন কে বেশ নড়ঝড়ে লেগেছে। কার্ড সমস্যার জন‍্যে লাল হলুদের ডিফেন্সের স্তম্ভ লাংচুংলুঙ্গা না থাকায় এই ছন্দপতন।

প্রথমার্ধে বেশ কিছু গোল করার সুযোগ হাতছাড়া করে ইস্টবেঙ্গল।দুটি দল’ই গোল করার সুযোগ তৈরী করেও কাজে লাগাতে পারেনি।প্রথমার্ধের খেলা শেষ হয় গোল শূন্য ভাবে। এদিন অভিষেক ঘটে ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি উইংগার জ‍্যাক জার্ভিসের।আ জ তেমন ভাবে নজর কাড়তে না পারলেও পরবর্তী সময়ে তিনি নিজেকে প্রমাণ করবেন এমনটাই প্রত‍্যাশা রেখেছে ইস্টবেঙ্গল সমর্থকরা। দ্বিতীয়ার্ধের শুরুতে একটা নিশ্চিত গোল করার সুযোগ দারুণ ভাবে সেভ দেন লাল হলুদের গোলকিপার কমলজিৎ, নাহলে দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই এক গোলে পিছিয়ে পড়তো ইস্টবেঙ্গল। মোটামুটি ভাবে বলতে হলে কমলজিৎ একটা দুর্দান্ত ম‍্যাচ খেলেছে আজ।

Advertisements

৬০ মিনিটের মাথায় একটা অসাধারণ অ্যাটাক করে জার্ভিস, কিন্তু লাইনম্যান সেটাকে অফসাইড দেয়।তবে বলটা অফসাইড ছিলো কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে।এরপর ৭৬ মিনিটে নাওরেম মাহশেরে গড়া আক্রমণ থেকে গোল করে যান ক্লিটন সিলভা। এই গোলের সুবাদে ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।আজ জন্ম দিনের দিন এবারের আইএসএলে নিজের দশ নম্বর গোলটা করে ফেললেন ক্লিটন সিলভা।এরপর কেরালা ব্লাস্টার্স এফসি’ও বেশ কিছু গোল করার সুযোগ তৈরি করে,কিন্তু তারা গোল করতে পারেননি।এর ফলে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ১-০ গোলের অসাধারণ জয় পেলো ইস্টবেঙ্গল।

Advertisements
Advertisements