Saumitra Khan: অন্য মেয়েকে নিয়ে ঘর বাঁধছেন সুজাতার স্বামী, জীবন থেমে থাকে না বললেন সৌমিত্র

506
Sujata Mondal-Saumitra Khan
Advertisements

গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন সুজাতা (Sujata Mondal)৷ স্ত্রীর এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি স্বামী সৌমিত্র খাঁ৷ তখন থেকেই বিবাহবিচ্ছেদের মামলা লড়ছেন উভয় পক্ষ৷ এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বসলেন সুজাতা খাঁ। জানালেন, তিনি সৌমিত্রর (Saumitra Khan) জীবনে থাকাকালীন অন্য মেয়েক নিয়ে ঘর করছিলেন৷ তবে কী তৃতীয় ব্যক্তির আগমণেই সম্পর্কে ভাঙন?

শুক্রবার বাঁকুড়া জেলা আদালতে মামলা লড়তে উপস্থিত হয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলও। সেখানেই সৌমিত্রর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুজাতা। বলেন, উনি নাকি সংবিধান প্রণেতা? সংসদের সদস্য? যিনি ডিভোর্স না হয়ে পেজে লিখে রাখেন ডাইভোর্স। আ জকে আমার মনে হল তিনি যে তৃতীয় নারীকে আমি থাকতে থাকতে ঢুকিয়েছেন, যার জন্য ডিভোর্সের আবেদন করলেন, আমার মনে হল তুমি আমাকে ঠকালে ওপরওলা বিচারটা করবে।

Advertisements

যদিও এই বিষয়টি বিশেষ আমল দেননি সৌমিত্র। তাঁর কথায়, কার কী অভিযোগ আমার এসব দেখে লাভ নেই। এটুকু বলতে পারি মানুষের কাজ করে যাই। জীবন কখনও থেমে থাকে না৷ আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কে কী বলল ভাবি না৷

Advertisements

গত লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রবেশ করতে পারেননি সৌমিত্র। সেবার স্বামীর হয়ে প্রচার করেছিলেন সুজাতা। সৌমিত্রর জয়ের পিছনে সুজাতার ভূমিকাকে কুর্নিশ জানিয়েছিল রাজনৈতিক মহল৷ পরে বিধানসভা নির্বাচনের আগে দলবদলের জোয়ারে তৃণমূলে আসেন সুজাতা। তখন থেকেই চলছে বিবাহ বিচ্ছেদের মামলা। এরই মধ্যে সৌমিত্র সম্পর্কে একাধিক মন্তব্য করতে দেখা গেছে তাঁকে। আজ ফের মন্তব্য করে জল্পনা বাড়ালেন তৃণমূল নেত্রী।

Advertisements