Prabhsukhan Singh Gill: জাতীয় শিবিরে যোগ দিলেন লাল-হলুদ গোলরক্ষক

গত মরশুম থেকেই অনবদ্য পারফরম্যান্স করে আসছেন ভারতীয় তরুণ প্রভসুখান সিং গিল (Prabhsukhan Singh Gill)। তার উপর ভরসা রেখেই তিনকাঠির দায়িত্ব দিয়েছিল কেরালা ব্লাস্টার্স। বলাবাহুল্য,…

Prabhsukhan Singh Gill

গত মরশুম থেকেই অনবদ্য পারফরম্যান্স করে আসছেন ভারতীয় তরুণ প্রভসুখান সিং গিল (Prabhsukhan Singh Gill)। তার উপর ভরসা রেখেই তিনকাঠির দায়িত্ব দিয়েছিল কেরালা ব্লাস্টার্স। বলাবাহুল্য, এই তরুণ গোলরক্ষকের দৌলতে একাধিক ম্যাচ জিতে ছিল দল। তার এই অনবদ্য পারফরম্যান্স দেখেই এই ফুটবল মরশুমে তাকে দলে টানে টানে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

বলতে গেলে এই মরশুমে সর্বাধিক অর্থের গোলরক্ষক তিনি। এই ফুটবলারকে সামনে রেখেই এ বছর প্রত্যেকটি টুর্নামেন্টে দল সাজিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। একাধিক ক্ষেত্রে দলের সাক্ষাৎ পতন রোধ করেছেন তিনি। এই তরুণ গোলরক্ষকের পারফরম্যান্স সহজেই মন কেড়েছে সমর্থকদের।

তাই সবদিক মাথায় রেখেই এবার জাতীয় শিবিরে ডাক পেয়েছেন লাল-হলুদের এই ফুটবলার। গত কয়েকদিন আগেই অনূর্ধ্ব ২৩ দলের তালিকা প্রকাশ করা হয় ভারতীয় ফুটবল সংস্থার তরফ থেকে। যেখানে প্রভসুখান সিং গীলের পাশাপাশি পিভি বিষ্ণুর নাম উঠে আসে। ক্লাব ফুটবলের পর এবার জাতীয় শিবিরে তাদের পারফরম্যান্সের দিকেই তাকিয়ে সকলে। সেইমতো আজ জাতীয় শিবিরে যোগদান করেছেন প্রভসুখান গীল। আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি আদৌ কতটা সাফল্য পান এখন সেটাই দেখার।

উল্লেখ্য, আগামী ২২ ও ২৫ মার্চ মালয়েশিয়ায় বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। সব ঠিকঠাক থাকলে এই দুই ম্যাচেই খেলতে দেখা যেতে পারে এই দুই প্রতিভাবান ফুটবলারকে।