Debnath Mandal: প্রস্তুতি ম‍্যাচে নজরকাড়া পারফরম্যান্স দিল East Bengal গোলকিপার দেবনাথ

মঙ্গলবার মরশুমের প্রথম ম‍্যাচ খেললো ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। কিবু বিকুনার ডায়মন্ডহারবার এফসি’র বিরুদ্ধে লাল হলুদের লড়াই দেখতে নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে দর্শক আসন ছিলো কানায়…

East Bengal goalkeeper Debnath Mandal

মঙ্গলবার মরশুমের প্রথম ম‍্যাচ খেললো ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। কিবু বিকুনার ডায়মন্ডহারবার এফসি’র বিরুদ্ধে লাল হলুদের লড়াই দেখতে নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে দর্শক আসন ছিলো কানায় কানায় ভরা।

এই প্রস্তুতি ম‍্যাচে অধিকাংশ রিজার্ভ বেঞ্চের স্কোয়াড দিয়ে দল সাজিয়েছিলো স্টিফেন কনস্ট‍্যানটাইন। লাল হলুদের যুব ব্রিগেড লড়াই ছিলো ডায়মন্ডহারবারের পূর্ণ শক্তির স্কোয়াডের সাথে।

এদিন খেলা শেষ হয় গোল শূন্য ড্র করে,তবে দুই দল’ই বেশ কিছু সুযোগ পেয়েছিল, ডায়মন্ডহারবারের কাছে দুই গোলে এগিয়ে যাওয়ার সুযোগ এলেও ফারাক গড়ে দেয় ইস্টবেঙ্গলের গোলকিপার দেবনাথ মন্ডল।

Advertisements

এদিন দুই দুটো নিশ্চিত গোল রুখে দেয় দেবনাথ।গোটা ম‍্যাচ জুড়ে অবাধ ইস্টবেঙ্গলের তিনকাঠির তলায় অবাধ বিচরণ ছিলো। ম‍্যাচের সেরা নির্বাচিত হন তিনি।এমন দারুণ পারফরম্যান্সের পর আইএসএলের স্কোয়াডে এই তরুণ গোলকিপারের সুযোগ হয়কিনা এখন সেটাই দেখার বিষয়।