East Bengal ছেড়ে চেন্নাইয়িন যাওয়ার পথে এই লাল-হলুদ তারকা

এখনও অবধি ইমামির সাথে চুক্তি নিয়ে তৈরী হওয়া জঁট মেটেনি ইস্টবেঙ্গলের (East Bengal )। কিন্তু এর’ই মধ্যে। ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ায় একাধিক ফুটবলার ক্লাব ছেড়েছে।…

Arindam Bhattacharya

এখনও অবধি ইমামির সাথে চুক্তি নিয়ে তৈরী হওয়া জঁট মেটেনি ইস্টবেঙ্গলের (East Bengal )। কিন্তু এর’ই মধ্যে। ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ায় একাধিক ফুটবলার ক্লাব ছেড়েছে। ক্লাব ছেড়েছে মহম্মদ রফিক এবং হীরা মন্ডলের মতো ফুটবলার’রা।এদের মধ্যে প্রথম জন সই করেছেন চেন্নাইয়িনে, দ্বিতীয় জন বেঙ্গালুরু এফসি’তে।

এবার আরেক লাল হলুদ ফুটবলারের ক্লাব ছাড়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।তিনি হলে গত মরশুমের ক্লাবের গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। এর আগে আমরা আপনাদের জানিয়ে ছিলাম, পরের মরশুমে অরিন্দমের ইস্টবেঙ্গলে থাকার বিষয়টি স্পষ্ট নয়। তাকে এব‍্যাপারে জানতে চাওয়া হলে তিনি কখনও তা স্পষ্ট করেনি। সেই সময় তিনি বলেছিলেন একাধিক ক্লাবের প্রস্তাব আছে তার কাছে,কলকাতা এবং কলকাতার বাইরে। আপাতত স্পেনে প্রশিক্ষণ নেওয়ার দিকেই মন তার। কিন্তু এই মুহূর্তে জোর জল্পনা চেন্নাইয়িনের থেকে প্রস্তাব পেয়েছেন অরিন্দম তবে এখনই এবিষয়ে কোনও সিদ্ধান্তে আসেননি তিনি।

Arindam Bhattacharya

এদিকে, অরিন্দমের ক্লাব ছাড়ার জল্পনা তৈরির মাঝে পঞ্জাবের এক গোলকিপার’কে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইস্টবেঙ্গল,এমনটাও শোনা যাচ্ছে।কানাঘুষো শোনা যাচ্ছে পঞ্জাবের এক গোলকিপার’কে পছন্দ হয়েছে ইস্টবেঙ্গলের। নর্থ ইস্ট ইউনাইটেডে ২০১৮ থেকে ২০২১ অবধি খেলা তরুণ গোলকিপার গুরমিত সিং’কে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইস্টবেঙ্গল। তবে বিষয় হলো গোটা ব‍্যাপারটা এখনো প্রাথমিক স্তরে আছে। ২০২১ এ হায়দ্রাবাদ এফসি’তে ছিলেন তিনি, কিন্তু সেখানে একটার বেশি ম‍্যাচ খেলার সুযোগ পাননি।