East Bengal: জয়ের লক্ষ্যে কুলদাকান্ত শিল্ডের অনুশীলনে মশালবাহিনী

এবারের প্রিমিয়ার ডিভিশন লিগে ভালো পারফরম্যান্স করেও শেষ রক্ষা হয়নি লাল-হলুদ (East Bengal) ফুটবল দলের।ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে ধরাশায়ী হয়ে লিগ…

East Bengal

এবারের প্রিমিয়ার ডিভিশন লিগে ভালো পারফরম্যান্স করেও শেষ রক্ষা হয়নি লাল-হলুদ (East Bengal) ফুটবল দলের।ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে ধরাশায়ী হয়ে লিগ জয়ের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে তাদের। যা নিয়ে হতাশ সকলেই। সেই হতাশা ভুলে এবার কুলদাকান্ত শিল্ড খেলতে কোচবিহার গিয়েছে লাল-হলুদের জুনিয়র দল। পূর্বে ইন্ডিপেন্ডেস কাপ খেলতে গেলে সেখানে ও খালি হাতে ফিরতে হয়েছে ময়দানের এই প্রধান। এবার এই শিল্ডের দিকে নজর সকলের।

আরও পড়ুন: Super Cup: নতুন বছরে ফের ডার্বি, কারা এবার কোন গ্রুপে? 

উল্লেখ্য, ক্লাব ফুটবলের ক্ষেত্রে যথেষ্ট ঐতিহ্য বহন করে আসছে এই শিল্ড। পূর্বে ময়দানের বাকি দুই প্রধান তথা মহামেডান স্পোর্টিং ও মোহনবাগান ফুটবল ক্লাব। এবার অংশগ্রহণ করবে মশাল ব্রিগেড। সেইমতো আজ ভোরে রায়গঞ্জ পৌঁছায় ইস্টবেঙ্গল দল।

যতদূর জানা গিয়েছে রেনবো হোটেলে উঠেছে দলের ফুটবলার সহ কর্তারা। এক কথায় বলতে গেলে এই প্রাচীন শিল্ডকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ময়দানের এই প্রধান। সেজন্য কিছু ঘন্টা বিশ্রাম নিয়েই অনুশীলনে নেমে পড়ে ইস্টবেঙ্গল ফুটবল দল। মূলত টাউন ক্লাবের মাঠেই চলে অনুশীলন। আগামী ২১ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে মশাল ব্রিগেড। এখন সেদিকেই নজর সকলের। চলতি মরশুমে প্রিমিয়ার ডিভিশন লিগে ভালো খেলেও ট্রফি আসেনি ঘরে। তাই এবার এই ফুটবল টুর্নামেন্টকে পাখির চোখ করেছেন দলের কোচ। সেইমতো দলের ফুটবলারদের মধ্যে ও দেখা যায় অধিক সক্রিয়তা।

Advertisements

আরও পড়ুন: Juan Ferrando: মুম্বই ম্যাচ নিয়ে যথেষ্ট সাবধানী ফেরেন্দো, কী বলছেন তিনি? 

পাশাপাশি অনূর্ধ্ব ১৭ লীগে ও নজর রয়েছে সকলের। কয়েকদিন আগেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টসকে হারিয়েছে লাল-হলুদ। যা নিয়ে খুশি সকলেই। এবার সেই পারফরম্যান্স ধরে রাখাই অন্যতম লক্ষ্য থাকবে সকলের।