HomeSports NewsEast Bengal : উত্তরবঙ্গে প্রতিভা সন্ধানে প্রাক্তন ফুটবলাররা

East Bengal : উত্তরবঙ্গে প্রতিভা সন্ধানে প্রাক্তন ফুটবলাররা

- Advertisement -

কথা মতো উত্তরবঙ্গ থেকে প্রতিভা সন্ধানে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। প্রাক্তন ফুটবলাররা স্থানীয় ম্যাচ থেকে ফুটবলার বাছাইয়ের কাজ করছেন। উত্তরের একাধিক মাঠ থেকে আগামী দিনের সম্ভাব্য তারকা বাছাইয়ের কাজে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব। 

এবারের দল বদলের বাজারে সক্রিয় ইস্টবেঙ্গল। প্রায় প্রতিদিনই কোনও না কোনও জল্পনা বা গুজব। সামাজিক মাধ্যমে ক্লাব সমর্থকদের নানান প্রশ্ন। ইতিমধ্যে বেশ কয়েকজন ফুটবলারকে ক্লাব নিশ্চিত করেছে। তবে দল গোছানোর কাজ এখনও শেষ হয়নি; চলছে। 

   

ইস্টবেঙ্গলের প্রাক্তন দুই অধিনায়ক রয়েছেন উত্তরবঙ্গে। তাঁরা নিজেদের কাজ শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। সূত্রের খবর, প্রাথমিক বাছাইয়ের কাজও ইতিমধ্যে এগিয়েছে কিছুটা। 

মে মাসের শুরুর দিকে জানা গিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব উত্তরবঙ্গ থেকে ফুটবলার চয়ন করতে চাইছে। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সেখানে উপস্থিত ভাস্কর গাঙ্গুলি এবং মিহির বসু। দেখে নিন উত্তরবঙ্গে কবে, কোথায় ইস্টবেঙ্গল ক্লাবের নির্বাচনী শিবির থাকবে:-

১১ মে, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম।

১২ মে, জলপাইগুড়ি টাউন ক্লাব গ্রাউন্ড।

১৪ মে, গতিবাড়ি ফুটবল গ্রাউন্ড, আলিপুরদুয়ার।

১৫ মে, হিমালয়ান অ্যাকাডেমি গ্রাউন্ড, রাজগঞ্জ।

১৬ মে, রঙ্গামাটি স্নিলিং গ্রাউন্ড, জলপাইগুড়ি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular