East Bengal : ‘বুকে আমার লাল-হলুদ’, ফুটবলকে বিদায় জানালেন আল আমনা

অবসর নিয়েছেন ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের প্রাক্তন মহম্মদ আল আমনা (Mahmoud Al Amnah)। শনিবার রাত থেকে সিরিয়ান ফুটবলারের অবসর সংবাদ সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ৩৯…

অবসর নিয়েছেন ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের প্রাক্তন মহম্মদ আল আমনা (Mahmoud Al Amnah)। শনিবার রাত থেকে সিরিয়ান ফুটবলারের অবসর সংবাদ সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ৩৯ বছর বয়সে অবসর নিলেন আমনা।

কলকাতায় খেলে যাওয়া অন্যতম সেরা বিদেশিদের মধ্যে একজন মহম্মদ আল আমনা। সিরিয়ার জাতীয় দলে প্রায় আশিটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। গোলও করেছেন অনেক। ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন তিনি। তার আগে আইজলকে আই লিগ সেরা করেছিলেন।

   

২০১৫ সালে স্পোর্টিং ক্লুব ডি গোয়ার হাত ধরে এসেছিলেন ভারতে। সেখানে এক মরশুম থাকার পর গিয়েছিলেন আইজলে। ইতিহাস গড়ে আই লিগে চ্যাম্পিয়ন হয়েছিল উত্তর পূর্ব ভারতের এই দল। পরে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে জিতেছিলেন কলকাতা ফুটবল লিগ। সার্দান সমিতির হয়েও বেশ কিছু ম্যাচ শেষের দিকে খেলেছিলেন।

অবসর নেওয়ার সময় ইস্টবেঙ্গলের নাম আলাদাভাবে নিয়েছেন মহম্মদ আল আমনা। বলেছেন, ‘সমর্থকদের সামনে অবসর নেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু যাই হোক, ঈশ্বরকে ধন্যবাদ। যারা আমাকে সমর্থক করেছেন তাঁদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। সিরিয়ান অনুগামী, কলকাতার ভক্তদের আমি ধন্যবাদ জানাতে চাই। ইস্টবেঙ্গল আমাদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে।’