পিতৃ দিবসে কী বললেন লাল-হলুদ ফুটবলাররা? জানুন

আগামী কয়েকদিন পর থেকেই শুরু হবে কলকাতা ফুটবল লিগ। সেজন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ময়দানের প্রত্যেকটি ফুটবল ক্লাব। গতবারের মতো এবারও এই প্রিমিয়ার ডিভিশন লিগে…

East Bengal Father's Day

আগামী কয়েকদিন পর থেকেই শুরু হবে কলকাতা ফুটবল লিগ। সেজন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ময়দানের প্রত্যেকটি ফুটবল ক্লাব। গতবারের মতো এবারও এই প্রিমিয়ার ডিভিশন লিগে নিজেদের জুনিয়র ফুটবলারদের নামবে ময়দানে দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) এবং মোহনবাগান সুপারজায়ান্টস।

এছাড়াও রয়েছে গতবারের চ্যাম্পিয়ন দল মহামেডান স্পোর্টিং ক্লাব। তাছাড়া জুলাইয়ের শেষের দিকে শুরু হবে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। সেদিকেও নজর রয়েছে সকলের। তবে নতুন মরশুমে দেশীয় টুর্নামেন্টের পাশাপাশি এএফসির টুর্নামেন্টে ও অংশ নেবে মোহন-ইস্ট।

   

তাই গতবারের তুলনায় আরো অনেকটাই শক্তিশালী দল করার লক্ষ্য রয়েছে দুই শিবিরের। সেইমতো গত কয়েকদিন আগেই নিজেদের নতুন বিদেশী ফুটবলারের নাম ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। দুই বছরের চুক্তিতে দলের সঙ্গে যুক্ত হয়েছেন দিমিত্রিওস ডায়মান্টাকোস। এছাড়াও ভারতীয় তারকা নিশু কুমারের পাশাপাশি দলের বিদেশী ডিফেন্ডার হিজাজি মাহেরের সঙ্গে ও চুক্তি বাড়িয়েছে ক্লাব। যা নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে মশাল ব্রিগেডকে‌। এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যে আরও একাধিক ফুটবলারদের নাম ঘোষণা করতে পারে কলকাতা ময়দানের এই প্রধান। তার আগেই আজ পিতৃ দিবস নিয়ে যথেষ্ট আবেগঘন হয়ে পড়লেন দলের বেশকিছু ফুটবলার।

এই প্রসঙ্গে নিশু কুমার বলেন, আমার বাবা কখনও কোনো কিছুতে না করেননি। তিনি সর্বদা আমায় সমর্থন করেছেন। প্রতি ক্ষেত্রেই আমাকে আগলে রেখেছেন আমার পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি আমার অনুপ্রেরণা।একইভাবে বিদেশী ফুটবলার হিজাজী মাহের বলেছেন, বাবার থেকে আমি‌ সর্বদা ইতিবাচক মনোভাব পাই। প্রতিটি ম্যাচের ক্ষেত্রেই আমি তার থেকে যথেষ্ট উৎসাহ‌ পাই। এছাড়াও প্রতিটি ট্রেনিং সেশন থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে তার অনুপ্রেরণা বিরাজমান। আমি নিজের সবটা দিয়ে গোটা পরিবারকে গর্বিত করতে চাই।পাশাপাশি ভারতীয় উইঙ্গার নাওরেম মহেশ সিং বলেন, আমার কাছে আমার মা-বাবা গোটা পৃথিবীর সমতুল্য। তাদের আশির্বাদ সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই।