রবিবার ইস্টবেঙ্গল (East Bengal) অধিনায়ক সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti) নিজেকে সম্পূর্ণ ফিট বলে দাবি করেছে। সোশাল মিডিয়ায় চক্রবর্তী জানিয়েছেন,’ডেঙ্গুর সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মাঠে ফিরতে পেরে কৃতজ্ঞ। যারা আমার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন এবং এই চ্যালেঞ্জিং সময়ে আমাকে দেখতে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনার আশীর্বাদ কামনা করছি’।
জামশেদপুর এফসি ম্যাচের আগে ইস্টবেঙ্গল দলের প্র্যাকট্রিস সেশনে যোগ দিয়েছিল ফুটবলার সৌভিক চক্রবর্তী।স্কোয়াডে যোগদান করলেও শারীরিক দুর্বলতার কারণে ‘মেন অফ স্টিল’দের বিরুদ্ধে মাঠে নামেনি সৌভিক।
আগামী শুক্রবার, ইন্ডিয়ান সুপার লিগে(ISL) ইস্টবেঙ্গল এফসি খেলবে শক্তিশালী হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। লিগের সেকেন্ড বয়ের বিরুদ্ধে খেলতে নামার আগে লাল হলুদ ব্রিগেডের অধিনায়ক সৌভিক চক্রবর্তীর নিজেকে সম্পূর্ণ ফিট বলে দাবি টিম ম্যানেজমেন্টকে নিঃসন্দেহে ভরসা জোগাচ্ছে।
যুবভারতী ক্রীড়াঙ্গনে ওডিশা এফসির বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের ধাক্কা কাটিয়ে অ্যাওয় ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে উইনিং ট্র্যাকে ফিরে এসেছে ইস্টবেঙ্গল এফসি।সামনে ফের একটা অ্যাওয় ম্যাচ নিজামর্সদের বিরুদ্ধে, জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই চ্যালেঞ্জ লাল হলুদ শিবিরের ফুটবলারদের কাছে।