East Bengal: শুরু থেকেই কুয়াদ্রতকে এই কথা বলেছেন প্রভাত!

নতুন মরসুম, নতুন ফুটবলার, নতুন ভোরের সম্ভাবনা। ইস্টবেঙ্গলে (East Bengal) যোগ দিয়েছেন প্রভাত লাকরা (Provat Lakra)। টিমের হেড কোচ কার্লেস কুয়াদ্রত (Carles Cuadrat) জানিয়েছেন, শুরু…

east-bengal Provat Lakra said these to carles cuadrat

নতুন মরসুম, নতুন ফুটবলার, নতুন ভোরের সম্ভাবনা। ইস্টবেঙ্গলে (East Bengal) যোগ দিয়েছেন প্রভাত লাকরা (Provat Lakra)। টিমের হেড কোচ কার্লেস কুয়াদ্রত (Carles Cuadrat) জানিয়েছেন, শুরু থেকে নিজের ভাবনা স্পষ্ট করেছেন প্রভাত।

   

ISL: নতুন চুক্তিপত্রে সই করে দিল ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার

প্রভাত লাকরাকে দলে নিয়ে রক্ষণভাগ আরও মজবুত করেছে ইস্টবেঙ্গল। বাংলার বড় ক্লাবের হয়ে খেলা যে কোনও ফুটবলারের কাছে স্বপ্ন। প্রভাত লাকরাও বড় দলের হয়ে নিজেকে প্রমাণ করতে চাইছেন। অভিজ্ঞ স্প্যানিশ কোচের কাছে নিজের মত স্পষ্ট করেছেন তিনি। প্রভাত লাকরা লাল হলুদ শিবিরে নিশ্চিত হওয়ার পর কার্লেস কুয়াদ্রত জানিয়েছেন, প্রভাতের লড়াকু মানসিকতা তাঁকে মুগ্দ্ধ করেছে।

কোচের কথায়, ‘বাংলার এই ফুটবলারটির অভিজ্ঞ রয়েছে এবং দ্রুত উন্নতি করছে। যতবার আমাদের দলের বিরুদ্ধে খেলেছে ততবারই ওর লড়াকু মনোভাব ও ডিফেন্সিভ স্কিল আমাকে মুগ্ধ করেছে। ও যে বড় ক্লাবে খেলে গভীর প্রভাব ফেলতে চায়, সেটা আমাকে শুরু থেকেই স্পষ্ট করেছে। পেশাদার ফুটবল কেরিয়ারের সেরা সময় আমাদের প্রকল্পে দিতে আগ্রহী।’ কুয়াদ্রতের আশা, নতুন মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে কার্যকর ভূমিকা নিতে পারবেন প্রভাত।

Durand Cup 2024: বড় ঘোষণা, যুবভারতীতে হবে ফাইনাল

সামনের মরসুমে ইমামি-ইস্টবেঙ্গল কর্তারা ভাল দল গঠন করার ব্যাপারে বদ্ধপরিকর। আক্রমণভাগের পাশাপাশি রক্ষণভাগকেও মজবুত করছে ক্লাব। সম্প্রতি মহম্মদ রাকিপ ও নিশু কুমারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিয়েছে ক্লাব। থাকছেন বিদেশি ডিফেন্ডার হিজাজি মাহের। এবার তাঁদের সঙ্গে যুক্ত হলেন প্রভাত লাকরা।

নতুন চুক্তি সম্পন্ন করার পর প্রভাত বলেছেন, ‘ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ক্লাবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে খুবই গর্বিত। কোচ কুয়াদ্রাতের সঙ্গে আমার অনেক কথা হয়েছে। ওনার কোচিংয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছি।’