East Bengal : স্বাধীনতা দিবসের পরেই কলকাতায় সম্ভবত ইভান

অনুশীলন শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। স্থানীয় এবং ভিন রাজ্যের ফুটবলাররা ইতিমধ্যে স্কোয়াডের সঙ্গে অনুশীলন করছেন। বিদেশি ফুটবলাররা কবে আসবেন? কারণ, কলকাতা ফুটবল…

Ivan Gonzalez

অনুশীলন শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। স্থানীয় এবং ভিন রাজ্যের ফুটবলাররা ইতিমধ্যে স্কোয়াডের সঙ্গে অনুশীলন করছেন। বিদেশি ফুটবলাররা কবে আসবেন? কারণ, কলকাতা ফুটবল লিগ শুরু হয়ে গিয়েছে। ডুরান্ড কাপ শুরু হতেও আর বেশি বাকি নেই।

কিছু দিন আগেই জানা গিয়েছিল ইভান গঞ্জালেস ভিসার জন্য আবেদন করেছেন। শোনা যাচ্ছে যে তিনি ১৫ আগস্টের পর কলকাতায় এসে পৌঁছতে পারেন। জল্পনা, ১৭ তারিখে তিনি কলকাতায় প্রবেশ করতে পারেন।

   

আপাতত ইমামি ইস্টবেঙ্গলের একমাত্র বিদেশি এই ইভান। স্পেনের এই ডিফেন্ডারকে লাল হলুদ কর্তারা অনেক দিন আগে নিশ্চিত করেছিলেন। বিনিয়োগকারীর সঙ্গে সই জটের কারণে এতোদিন কলকাতায় তিনি আসতে পারেননি। নতুন দলের হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছেন ইভান। সোশ্যাল মিডিয়ায় সরাসরি জানিয়েছিলেন নিজের মনের কথা। ইস্টবেঙ্গল সমর্থকরাও তাঁর দিকে তাকিয়ে থাকবেন। 

এদিকে ফুটবল মহলে গুঞ্জন, ইভান গঞ্জালেসকে নাকি খুব একটা পছন্দ করছেন না কোচ স্টিফেন কনস্টানটাইন। এমন খবর প্রকাশ হওয়ার পর ফুটবল প্রেমী এবং ইস্টবেঙ্গল ভক্তদের মধ্যে প্রশ্ন, তাহলে কি লাল হলুদ জার্সি পরে ইভানের আর খেলা হবে না? ইভানের সঙ্গে ইস্টবেঙ্গলের সই নিশ্চিত। কোচের পছন্দ যদি না-ও হয়, তাহলেও তিনি ইস্টবেঙ্গলের খেলোয়াড়। তাঁকে মাথায় রেখেই সাজাতে হবে দল।