ইস্টবেঙ্গল ফুটবলার হিমাংশু জাংরার বিস্ফোরক টুইট

শুক্রবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারিয়ে চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। লিগ টেবলে সাত…

Himanshu Jangra

শুক্রবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারিয়ে চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। লিগ টেবলে সাত নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল।

Advertisements

এই জয়ের রেশ কাটতে না কাটতেই লাল হলুদ ফুটবলার হিমাংশু জাংরার বিস্ফোরক টুইট পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই টুইট পোস্টে তিনি লিখেছেন,”এখানে কিছু লেখার দরকার নেই কারণ আমরা ইতিমধ্যেই মাটিতে করেছি 👀”

বিজ্ঞাপন

প্রসঙ্গত,এই জয় তাঁদের নিয়ে যেতে পারে আরও উন্নত জায়গায় এমনটাই ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন ইস্টবেঙ্গল হেডকোচ স্টিফেন কনস্টাটাইন। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৮ নভেম্বর ওড়িশা এফসির বিরুদ্ধে। হাতে ৬ দিন সময় আছে। এই সময়ে ইস্টবেঙ্গল শিবির আরও বেশি করে নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে।ঘরের মাঠে লাল হলুদ ব্রিগেডের জয় এখনও অধরা।ভক্তদের প্রত্যাশা হোম গ্রাউণ্ডে প্রিয় দল উইনিং ট্র‍্যাকে ফিরে আসুক।