East Bengal: কেরালা বধ করে জয়ের সরনিতে মশালবাহিনী

এভাবেও ফিরে আসা যায়। আজ আইএসএলে সেটাই প্রমান করল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ আই এস এল এর অন্যতম…

East Bengal Football Club Continues Winning Streak, Defeats Kerala Blasters"

এভাবেও ফিরে আসা যায়। আজ আইএসএলে সেটাই প্রমান করল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ আই এস এল এর অন্যতম শক্তিশালী ফুটবল দল কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হয়েছিল কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। সম্পূর্ণ সময় শেষে ৪-২ গোলের ব্যবধানে এই ম্যাচ জিতে নিল মশাল ব্রিগেড। আজ ইস্টবেঙ্গলের জার্সিতে জোড়া গোল করেন স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো। এবং বাকি দুইটি গোল করেন নাওরেম মহেশ সিং। অপরদিকে, কেরালার হয়ে গোল করেন ফেডর চের্নিশ এবং একটি আত্মঘাতী গোল করেন হিজাজি মাহের। দলের জয়ের ফলে খুশির আমেজ সমর্থকদের মধ্যে।

বলাবাহুল্য, এই ম্যাচে জয় পাওয়ার দরুন আবারও আইএসএলের প্লে-অফের লড়াইয়ে ফিরে আসল দল। এবার আগামী কয়েক দিন পরেই তাদের খেলতে হবে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিপক্ষে। এখন সেই ম্যাচের দিকেই তাকিয়ে সকলে। তবে আজ কেরালা ব্লাস্টার্সের হোম ম্যাচ হলেও শুরু থেকেই দাপট থেকেছে লাল-হলুদ ব্রিগেডের। ফেডরের গোল দলকে কিছুটা চাপে ফেলে দিলেও সেই প্রথমার্ধেই ম্যাচে ফিরে আসে ইস্টবেঙ্গল। দলকে সমতায় আনেন সাউল ক্রেসপো।‌ প্রথমার্ধের শেষে ম্যাচের ফলাফল অমীমাংসিত থাকলেও দ্বিতীয়ার্ধ থেকে ফের চাপ বাড়াতে শুরু করে ক্লেটনরা।‌ একটা সময় কেরালার কাছে গোল করার সুবর্ণ সুযোগ চলে এলেও তা কাজে লাগানো সম্ভব হয়নি।

পরবর্তীতে ম্যাচের বয়স যত বেড়েছে ততোই আক্রমণের গতি বাড়িয়েছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে অনায়াসেই ফের গোল করে যান সাউল। তারপর দলকে আরো কিছুটা এগিয়ে দেন ভারতীয় তারকা নাওরেম মহেশ সিং। মাঝে ভুল বোঝাবুঝি দরুন একটি আত্মঘাতী গোল হয়ে গেলেও শেষে ফের ব্যবধান বাড়িয়ে দলের জয় নিশ্চিত করেন জাতীয় দলের এই ভরসাযোগ্য উইঙ্গার।