কলকাতা ডার্বি (Kolkata Derby) মানেই একটা আলাদা আবহ। সেদিন মুখোমুখি হয় ময়দানের দুই প্রধান। ইস্টবেঙ্গল (East Bengal FC) এবং মোহনবাগান (Mohun Bagan)। এই ম্যাচকে ঘিরে লাখ লাখ সমর্থকের হৃদয়ে উত্তেজনা থাকেই। ১৯ অক্টোবর ইন্ডিয়ান সুপার লিগের চলতি মরশুমে ডার্বি ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই প্রধান। কিন্তু এবারের ডার্বি আবারও লাল-হলুদ সমর্থকদের (East Bengal FC Supporters) জন্য ভয়াবহ অভিজ্ঞতা হয়ে দাঁড়াল। মোহনবাগানের বিরুদ্ধে হেরে এই মরশুমে টানা পাঁচ ম্যাচ হারল তাঁরা। ফের ক্লেন্টন, তালালদের কাছে সুযোগ লড়াইয়ে ফিরে আসার। আজ অর্থাৎ মঙ্গলবার কলিঙ্গ স্টেডিয়ামে তাঁদের প্রতিপক্ষ ওডিশা এফসি (Odisha FC)।
ওডিশার বিপক্ষে বদলার লড়াই লাল-হলুদ কোচের
ডার্বি ম্যাচে ০-২ গোলে হার দলের সমর্থকদর জন্য হতাশাজনক ছিল। মশাল বাহিনীর প্রত্যাশা ছিল এদিনের ম্যাচ শেষে দলের ফুটবলারদের ওপর ভরসা করেই মশাল জ্বালাবে যুবভারতী স্টেডিয়ামে।কিন্তু সে আর হল কোথায়। যদিও বাগান শিবিরের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই ভালো খেলছিল মশাল ব্রিগেড। প্রথমার্ধে কিছু ভালো সুযোগও তৈরি করেছিল, কিন্তু গোলের দরজা খুলতে ব্যর্থ হয় অস্কার ব্রুজোর ছেলেরা। নিজেদের ভুলে দুই গোলে হারতে হয় তাঁদের।
জটিলতা কাটিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন হল ঈশান কিষানের
মাঠে উপস্থিত হয়ে নিজেদের প্রিয় দলের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকদের। ম্যাচের প্রথমার্ধের কয়েক মিনিট আগে পর্যন্ত গম গম করছিল লাল-হলুদ গ্যালারি। তবে প্রতিপক্ষের এক গোলে সব স্বপ্ন ভেঙে যায়, নিস্তব্ধ হয়ে পড়েন সমর্থকরা। ইস্টবেঙ্গল সমর্থকরা জানাচ্ছেন, ‘ এখন ভাবছি, আমরা কিভাবে এই হারের পীড়া ভুলে সামনে এগিয়ে যাব? আমরা সবসময় জানি, ফুটবল একটি অদ্ভুত খেলা। তাই হার-জিতের খেলা চলতেই থাকে। আমাদের দলের পক্ষে আগামীদিনে আবার উজ্জ্বল হওয়ার সুযোগ রয়েছে। তবে সেই জন্য আমাদের আরও বেশি একসাথে থাকতে হবে, সমর্থন দিতে হবে এবং এই কঠিন সময়ে আমাদের বিশ্বাস ধরে রাখতে হবে’।
আইপিএলের আগেই জোড়া ধাক্কায় মুম্বাই থেকে বাতিল পৃথ্বী শ
আরও এক লাল-হলুদ সমর্থক জানান, ‘সত্যি বলতে, আমি বিশ্বাস করি, আমাদের সমর্থকদের নিষ্ঠা এবং উৎসাহ কখনো বিফলে যাবে না। আমাদের দলের খেলোয়াড়রা জানে, তাদের জন্য সমর্থকরা সবসময় আছেন। আমাদের দলের উন্নতির জন্য সবাইকে একযোগে থাকতে হবে’।
Another derby. Another result which we didn’t wish for but have to nonetheless digest.
Hoping for better days to arrive and soon.#EBFCMBSG #JoyEastBengal #EastBengalUltras #BangalBrigade #EastBengalFC #ISL #KolkataDerby pic.twitter.com/t87NKZ9LHR— East Bengal Ultras | East Bengal FC’s 12th Man. (@ebultras1920) October 21, 2024
তাই ওডিশা এফসি বনাম ইস্টবেঙ্গল ম্যাচের ফলাফল নিশ্চিত করতে লিগে দলের ভবিষ্যৎ। কারণ আজকের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ সৌভিকদের কাছে। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ঝুলিতে শূন্য পয়েন্ট নিয়ে লীগ টেবিলের লাস্ট বই তাঁরা। তাই দলকে ঘুরে দাঁড়াতে এদিনের ম্যাচে জয়ের স্বাদ পাওয়া অতন্ত জরুরি বলেই মনে করছেন দলের প্রাক্তন ফুটবলাররা।