শরীরী ভঙ্গিমা কিংবা শট সিলেকশন— তাঁর ব্যাটিং টেকনিকে মিলেছিল শচীনের ছাপ। ভারতের হয়ে শুরুতে সেই আস্থার পরিস্ফূরণ ঘটিয়েছিলেন তিনিও। কিন্তু এরপরই বাইশ গজের বৃত্ত থেকে কেন্দ্রচ্যূত হয়ে পড়লেন তিনি। ব্যাটার হিসেবে পরিণত হয়ে ওঠার আগেই ঝরে পড়লেন পৃথ্বী শ। তবে শুধু জীবনের বৃত্ত থেকে নয়, আসন্ন আইপিএল নিলামকে সামনে রেখে বড়সড় ধাক্কা খেলেন মুম্বাইয়ের ডান হাতি ব্যাটার। সম্প্রতি মুম্বাই রঞ্জি দল থেকে বাদ পড়ার পর এবার আইপিএল দল দিল্লি ক্যাপিটালস থেকেও বাদ পড়তে চলেছেন খ্যাতনামা এই ব্যাট্সম্যান (Prithvi Shaw dropped)।
আইপিএলের (IPL) আগামী আসরের জন্য খেলোয়াড়দের নিলাম আগামী মাসে অনুষ্ঠিত হতে চলেছে। নভেম্বরের শেষ সপ্তাহে এই মেগা-নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে বেশ কয়েকজন খেলোয়াড় নিজেদের দলের রিটেনশন লিস্টে থাকার বিষয়ে অনিশ্চয়তায় রয়েছেন। অধিকাংশ খেলোয়াড়দের নিলামে অংশগ্রহণ করতে হতে পারে। দিল্লি ক্যাপিটালসও (DC) কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং শোনা যাচ্ছে যে তারা ওপেনার পৃথ্বী শ’কে (Prithvi Shaw) রিটেন না করার সিদ্ধান্ত নিতে পারে।
এদিকে, পৃথ্বী শ’কে নিয়ে আরেকটি দুঃসংবাদ এসেছে। মুম্বাই রঞ্জি দল থেকেও বাদ পড়েছেন তিনি। মুম্বাই ক্রিকেট নির্বাচকরা পৃথ্বী শ’কে পরবর্তী রঞ্জি ট্রফি ম্যাচের জন্য দলে রাখেনি, কারণ তার ফিটনেস নিয়ে সমস্যার কথা বলা হয়েছে। মুম্বাইয়ের অধিনায়ক অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বাধীন দলের আগামী ম্যাচে পৃথ্বী শ’কে বাদ দেওয়া হয়েছে। মুম্বাই দলটি ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ত্রিপুরার বিরুদ্ধে খেলতে নামবে।
Prithvi Shaw dropped from the Mumbai squad due to discipline and fitness issue. Sad. Nothing going well for him. pic.twitter.com/I69EY6jQLP
— R A T N I S H (@LoyalSachinFan) October 22, 2024
গতকাল ভারতীয় প্রথম সারির কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA) পৃথ্বীকে দুই সপ্তাহের জন্য একটি ফিটনেস প্রোগ্রাম অনুসরণ করতে বলেছে। পৃথ্বী শ’ এর শরীরে ৩৫ শতাংশ ফ্যাট রয়েছে, যা তাকে ফিটনেস শর্ত পূরণের পথে বাধা সৃষ্টি করেছে। এছাড়াও রঞ্জি ট্রফির শেষ দুটি ম্যাচে পৃথ্বী শ’ খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি। তার চারটি ইনিংসে রান যথাক্রমে ছিল ৭, ১২, ১ এবং ৩৯। তাই তাঁকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাই ক্রিকেট এসোসিয়েশনের কর্মকর্তারা।
ওডিশার বিপক্ষে বদলার লড়াই লাল-হলুদ কোচের
অন্যদিকে, মুম্বাই রঞ্জি দলে শ্রেয়াস আয়ার (Shreyas Iyer) ও শার্দুল ঠাকুরকে (Shardul Thakur) রাখা হয়েছে। অন্যদিকে, পৃথ্বী শ’ বাদ পড়ায় মুম্বাই দলে নতুন মুখ হিসেবে আখিল হেরওয়াদকর এবং কর্ষ কোঠারিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পৃথ্বী শ’এর মাঠে প্রত্যাবর্তনের জন্য তাকে এখন ফিটনেস প্রমাণ করতে হবে। অর্থাৎ নিজের অতিরিক্ত ৩৫ শতাংশ ফ্যাটের পরিমান কমাতে পারলেই তিনি ফের সুযোগ পেতে পারেন মুম্বাই দলে।
চোট সমস্যায় দ্বিতীয় টেস্ট থেকেও ‘বাতিল’ উইলিয়ামসমন
মুম্বাই রঞ্জি দল
অজিঙ্কা রাহানে (ক্যাপ্টেন), আয়ুষ মাহাত্রে, অংকৃষ রঘুবংশী, আখিল হেরওয়াদকর, শ্রেয়াস আয়ার, সিদ্ধেশ লাড, সূর্যাংশ শেডগে, হার্দিক তামোর (উইকেটকিপার), সিদ্ধান্ত অধাত্রাভ (উইকেটকিপার), শামস মুলানি, কর্ষ কোঠারি, হিমাংশু সিং, শার্দুল ঠাকুর, মোহিত অবস্থি, মোহাম্মদ জুনেইদ খান, রোয়স্টন ডায়াস।
জটিলতা কাটিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন হল ঈশান কিষানের
প্রসঙ্গত উল্লেখ্য যে, সর্বশেষ আইপিএলে নিজেকে রাঙাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। সদ্য সমাপ্ত দলীপ ট্রফিতেও তাঁর সাদামাটা ব্যাটিংয়ের ধারা অব্যাহত থেকেছে। তাছাড়া, নিজের স্থূলতা, ফিটনেস ইস্যুতে এমনিতেই বিবেচনার বাইরে আছেন তিনি। অবশ্য ক্রিকেট বিশ্বে ফিটনেসহীন গ্রেট ক্রিকেটার যে নেই, তা নয়। পাকিস্তানের ইনজামাম উল হক ওয়ানডে ক্রিকেটে নিজের প্রতাপ দেখিয়েছেন বছরের পর বছর। কিন্তু সে সব অতীতের ব্যাপার। তখনকার সময়ে ফিটনেস অতটা প্রাধান্যে ছিল না। কিন্তু সময়টা বদলে গিয়েছে। এখন ফিটনেস ক্রিকেটারদের ভাগ্য নির্ধারণের জন্য অন্যতম মানদণ্ড। তাই পৃথ্বী শ’র জন্য মুম্বাই দলে ফেরার (Prithvi Shaw dropped) কাজটা এখন মোটেই সহজ নয়।