গত আইএসএলের দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের (East Bengal FC) বিরুদ্ধে শেষ ৩৬ মিনিটে কিয়ান নাসিরির (Kiyan Nassiri) হ্যাটট্রিক করার সুবাদে ATKমোহনবাগান হাইপ্রেসার ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল। এবার সেই কিয়ান নাসিরিকে দলে টানতে কোমড়ে গামছা বেধে নেমে পড়েছে ইস্টবেঙ্গল এফসি।
সূত্রে খবর,বড় অঙ্কের অফার দিয়েছে ইস্টবেঙ্গল জামশেদপুর নাসিরির পুত্র কিয়ান নাসিরিকে।তবে ডার্বি ম্যাচে ‘হ্যাটট্রিক বয়’ কি ইস্টবেঙ্গলে নাম লেখাবেন তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।
সূত্র মারফৎ খবর পাওয়া গিয়েছে,ট্রান্সফার বাজারের গরম আবহে সবুজ মেরুন ফুটবলার কিয়ান নাসিরির শিবির বদল নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন কিয়ানের বাবা জামশেদপুর নাসিরি।গত আইএসএলে ঝকঝকে পারফরম্যান্সের পরেও কিয়ান ATKমোহনবাগানের প্রথম একাদশের নিয়মিত সদস্য নয়।পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নামতে দেখা যাচ্ছে সবুজ মেরুন ভক্তদের নয়নের মণি কিয়ান নাসিরিকে।
নির্দিষ্ট পরিকল্পনা হিসেবেই মেরিনার্স কোচ হুয়ান ফেরান্দো কিয়ানকে পুরো ৯০ মিনিট ম্যাচে নামাচ্ছে না। কিয়ানের ভিতর লুকিয়ে থাকা স্কিলকে চট করে খরচ করতে না চাওয়ার কারণেই স্প্যানিয়ার্ড কোচ ফেরান্দো কিয়ান নাসিরিকে নিয়ে নির্দিষ্ট স্ট্র্যাটেজিতে চলেছে। দু একটা খেলায় প্রথম একাদশে নাসিরি থাকলেও কিয়ানের ফুটবল প্রতিভাকে রেখেঢেকে কাজে লাগানোর ছক কষেছে কোচ ফেরান্দো। তাই প্রথম একাদশে পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নামতে দেখা যাচ্ছে কিয়ান নাসিরিকে।
তবে সূত্রে জানা গিয়েছে,ইস্টবেঙ্গল এফসিতে গেলে প্রথম একাদশে কিয়ান আদৌ জায়গা পাবে কিনা এটা নিয়েও সংশয় রয়েছে।কেননা কোচ স্টিফেন কনস্টাটাইনের স্ট্র্যাটেজিতে ফুটবলার কিয়ান নাসিরি কতটা জায়গা পেতে পারে এটা বড় মাথাব্যথা। তাই এইসমস্ত দিক খতিয়ে দেখেই ট্রান্সফার বাজারে কিয়ান নাসিরি শিবির বদল আদৌ করে কিনা এই নিয়ে জামশেদপুর নাসিরির সিদ্ধান্তের দিকে তাকিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ভক্তরা।