Recruitment corruption: মানিকের চার্জশিটে নথিভূক্ত প্রভাবশালীদের ডাক আগামী সপ্তাহে

প্রাথমিকের নিয়োগ দুর্নীতি (Recruitment corruption) মামলায় পাহাড় প্রমাণ দুর্নীতির খোঁজ পেয়েছে ইডি (Enforcement Directorate)৷ সেই সমস্ত তথ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য (Manik…

Manik Bhattacharya

প্রাথমিকের নিয়োগ দুর্নীতি (Recruitment corruption) মামলায় পাহাড় প্রমাণ দুর্নীতির খোঁজ পেয়েছে ইডি (Enforcement Directorate)৷ সেই সমস্ত তথ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) সম্পর্কে তুলে ধরেছে তদন্তকারী সংস্থা। সেখানেই দুর্নীতির সঙ্গে প্রভাবশালীদের যোগের কথা উল্লেখ করেছে ইডি। সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকেই শাসক দলের একাধিক বিধায়ক ও সাংসদদের তলব করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সূত্রের খবর, ইডির চার্জশিটে বলা হয়েছে, মানিক সম্পর্কে চার্জশিটে হার্ডডিস্কের কথা উল্লেখ করেছে ইডি৷ সেখানে মানিক ভট্টাচার্যকে পাঠানো বিধায়ক ও সাংসদদের সুপারিশপত্রের কথা উল্লেখ রয়েছে। সেই সমস্ত সুপারিশিপত্র ক্লাউডে সেভ করে রাখা থাকত বলে জানা গেছে৷ পরবর্তীকালে সমস্ত তথ্য ডিকোড করে একাধিক প্রভাবশালী ব্যক্তিদের নাম খুঁজে পায় তদন্তকারী সংস্থা।

একইসঙ্গে চার্জশিটে ইডির দাবি করছে, প্রাথমিকে প্রশ্নপত্রে ব্যাপক গরমিল করা হত৷ যোগ্য প্রার্থীদের ভুল পথে পরিচালিত করতে ভুল ও বিভ্রান্তিকর প্রশ্নপত্র রাখা হত। কখনও সাদা খাতার মাধ্যমে, আবার কখনও অতিরিক্ত প্যানেল প্রকাশ করে অযোগ্যদের চাকরি দেওয়ার কাজ চলত৷ বেআইনিভাবে নিয়োগের টাকা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা হত। সেই কথাও তুলে ধরেছে ইডি। এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।

প্রসঙ্গত, মানিক সম্পর্কে আদালতের কাছে ১৬০ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি। যারা প্রেক্ষিতে ৬ হাজার পাতার তথ্য জমা পড়েছে৷ ইডির চার্জশিটে মানিকের স্ত্রী, পুত্র ও তাপস মণ্ডল সহ দুটি সংস্থার নাম উল্লেখ রয়েছে। বেআইনিভাবে নিয়োগ ও বিএড এবং ডি এলএড কলেজগুলিকে সুবিধে পাইয়ে দেওয়ার নাম করে মানিক ও পার্থ যে বিপুল পরিমাণ টাকা নিত সেই কথাও চার্জশিটে উল্লেখ করেছে ইডি। আগামী দিনে এই মামলার তদন্ত করতে নেমে কাদের তলব করবে তদন্তকারী সংস্থা? প্রশ্ন রাজনৈতিক মহলে।