ইস্টবেঙ্গল অধ্যায়ের ইতি, এই দলের হয়ে খেলবেন গ্রিক তারকা

ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের (East Bengal FC) সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার কিছুদিনের মধ্যেই নতুন ঠিকানা খুঁজে পেলেন গ্রিসের স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামান্তাকস (Dimitrios Diamantakos)। সাইপ্রাসের প্রথম…

East Bengal FC former Greek Forward Dimitrios Diamantakos has joined Cypriot First Division League club APOEL Nicosia

ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের (East Bengal FC) সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার কিছুদিনের মধ্যেই নতুন ঠিকানা খুঁজে পেলেন গ্রিসের স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামান্তাকস (Dimitrios Diamantakos)। সাইপ্রাসের প্রথম সারির (Cypriot First Division League) ক্লাব অ্যাপোয়েল নিকোসিয়ায় (APOEL Nicosia) যোগ দিয়েছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন তিনি।

বোলিং কোচের মন্তব্যে সূর্যের চিন্তা বাড়াচ্ছে এই ক্রিকেটার

   

২০২৪-২৫ আইএসএল মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে মোট ৩২ ম্যাচ খেলেন দিয়ামান্তাকস। এই সময়ে তিনি ১২টি গোল ও ৪টি অ্যাসিস্ট করলেও, তাঁর পারফরম্যান্স নিয়ে ক্লাব সমর্থকদের মধ্যে একাংশ ছিল ক্ষুব্ধ। তাঁকে ঘিরে প্রচুর প্রত্যাশা ছিল, বিশেষ করে কেরালা ব্লাস্টার্সে দুর্দান্ত পারফরম্যান্সের পর। কিন্তু লাল-হলুদ জার্সিতে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি।

ক্লাবের অন্দরে অসন্তোষ ও পারফরম্যান্স ঘিরে সমালোচনার জেরে, শেষপর্যন্ত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। দুই বছরের চুক্তি থাকলেও, এক বছর পূর্ণ হওয়ার আগেই বিচ্ছেদ ঘটে।

এফসি গোয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলল মোহনবাগান, চর্চায় রইলেন রবসন

সবকিছু মিলিয়ে, ক্যারিয়ারের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে দিয়ামান্তাকস ফের নিজের জায়গা ফিরে পাওয়ার লড়াই শুরু করলেন। জানা গিয়েছে, তিনি সাইপ্রাসের অন্যতম সেরা ক্লাব অ্যাপোয়েল নিকোসিয়ায় যোগ দিয়েছেন। সাইপ্রাস লিগে খেলা এই দলটি ইউরোপিয়ান প্রতিযোগিতাতেও অংশ নেয়। ক্লাব সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪.৮ কোটি টাকায় (প্রায় ৫ লক্ষ ইউরো) চুক্তি হয়েছে তাঁর সঙ্গে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

কেরালা ব্লাস্টার্সে উত্থান

Advertisements

২০২৩ সালে কেরালা ব্লাস্টার্সে যোগ দিয়েই দিয়ামান্তাকস নজর কাড়েন। মাত্র ১৭ ম্যাচে তিনি করেন ১৩টি গোল। সেই মরশুমে তিনি আইএসএলের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত হন। তাঁর পারফরম্যান্সেই কেরালা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছয়। সেই কারণেই ২০২৪ ইস্টবেঙ্গল তাঁকে সই করায়।

আন্তর্জাতিক অভিজ্ঞতা

গ্রিসের জাতীয় দলের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে দিয়ামান্তাকসের। ২০১২ সালে ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এছাড়াও, গ্রিক সিনিয়র দলের হয়ে পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন।

অভিষেক নাকি কুলদীপ? জিতেশের জায়গা পাকা! প্রথম একাদশ নিয়ে চিন্তিত গম্ভীর

ফুটবল বিশেষজ্ঞদের মতে, দিমিত্রিয়স দিয়ামান্তাকসের এখনও অনেক কিছু দেওয়ার আছে। বয়স মাত্র ৩২। ইউরোপীয় লিগের ছন্দ তাঁর পক্ষে অনুকূল হতে পারে। সাইপ্রাস লিগে নিয়মিত ম্যাচ খেলে তিনি আবার নিজের ছন্দ ফিরে পেতে পারেন।