বৃষ্টিভেজা ম্যাচে ‘আগুন’ মশালবাহিনী, ম্যাচ জিতে অভিনব প্রতিবাদ ইস্টবেঙ্গলের

কলকাতা ফুটবল লিগেও এবার পড়ল আরজি কর কাণ্ডের ছায়া। মঙ্গলবার (২০ অগস্ট) রেনবোর বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেড…

East Bengal

কলকাতা ফুটবল লিগেও এবার পড়ল আরজি কর কাণ্ডের ছায়া। মঙ্গলবার (২০ অগস্ট) রেনবোর বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেড ২-০ গোলে জয়লাভ করেছে। গোল করার পর ইস্টবেঙ্গল ফুটবলাররা স্বকীয় ভঙ্গিতে প্রতিবাদও জানান। সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এমনকী, গ্যালারিতেও প্রতিবাদের গর্জন শোনা গিয়েছে।

ভারতীয় ফুটবল দলের কোচ হবেন সুনীল ছেত্রী? চলছে জোর জল্পনা

   

এই ম্যাচে বৃষ্টির কারণে এমনিতেই দর্শক সংখ্যা যথেষ্ট কম ছিল। প্রথমদিকে গ্যালারির পরিবেশ যথেষ্ট শান্ত থাকলেও, সময় যত এগিয়েছে, ততই প্রতিবাদের সুর চড়তে শুরু করে। সকলেই সমবেত কণ্ঠে আরজি কর কাণ্ডে দ্রুত ন্যায়বিচার চাইছিলেন। গোলপোস্টের পিছনে একটি বড় ব্যানার দেখতে পাওয়া গেল। সেখানে লেখা ছিল, ‘তোমার স্বর, আমার স্বর, পাশে আছি আরজি কর।’

‘আমরা বাংলাদেশী নই…’, মোহনবাগানের কাছে কাতর আর্জি লাল-হলুদ সমর্থকদের

এবার ম্যাচের কথায় আসা যাক। এই ম্যাচের প্রথম ৪৫ মিনিটে কোনও দলই গোল করতে পারেনি। বৃষ্টির কারণে ফুটবলারদের পক্ষেও নিজেদের সেরা পারফরম্যান্স উজাড় করে দেওয়া বেশ কঠিন হয়ে পড়ছিল। এই অবস্থায় ৭৫ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটা করেন সঞ্জীব ঘোষ। বক্সের মধ্যে থেকে দুর্দান্ত একটি শটে তিনি লাল-হলুদ ব্রিগেডকে ১-০ গোলে এগিয়ে দেন।

ভারতে ‘তালাল ২.০’! আসছে আর্জেন্টাইন ফুটবলার

এই গোলের পরই ইস্টবেঙ্গলের বেশ কয়েকজন ফুটবলার সাইডলাইনের ধারে চলে আসেন। সেই তালিকায় নাম ছিল তন্ময় দাস, হীরা মণ্ডল, বাথালা সুনীল, সুমন দে’র। তাঁদের হাতে একটি লাল-জার্সি দেখতে পাওয়া যায়। সেই জার্সিতে লেখা ছিল, ‘আমরা আরজি কর-কাণ্ডে ন্যায়বিচার চাই।’ সেইসঙ্গে গ্যালারিতেও প্রতিবাদের ঝড় উঠতে শুরু করে। রেগুলেশন টাইমের পর অতিরিক্ত সময়ে লাল-হলুদের ব্যবধান বাড়ালেন আশিক। শেষপর্যন্ত বিনো জর্জের দল ২-০ গোলে জয়লাভ করে।